আজকাল ওয়েবডেস্ক: ইরান এবং ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে বন্ধ করা হয়েছে আকাশসীমা। কিন্তু উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল ইরান সরকার। শুধুমাত্র ভারতীয় নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য বিশেষ অনুমতি দিয়ে ভারতীয় বিমানের জন্য আকাশপথ উন্মুক্ত করল তেহরান প্রশাসন। এই সিদ্ধান্তের ফলে মাশহাদ থেকে মহন এয়ারের চার্টার্ড ফ্লাইট চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১,০০০ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিশেষ ফ্লাইটগুলির প্রথমটি শুক্রবার রাতে দিল্লি বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গিয়েছে। ইরানে ভারতীয় দূতাবাসের এক আধিকারিক জানিয়েছেন, ‘যাঁরা দেশে ফিরতে চান তাঁদের জন্য বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে’।

প্রসঙ্গত, ইরানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর এই অভিযান শুরু হয়েছিল ভারত সরকারের ‘অপারেশন সিন্ধু’ নামক বিশেষ অভিযানের মাধ্যমে। প্রথম ধাপে, উত্তর ইরান থেকে ১১০ জন ভারতীয় ছাত্রকে আর্মেনিয়ায় নিয়ে যাওয়া হয়, ভারত ও আর্মেনিয়ায় নিযুক্ত ভারতীয় মিশনের যৌথ তত্ত্বাবধানে। তাঁরা গত ১৮ জুন দুপুর ২:৫৫ মিনিটে ইয়েরেভান থেকে বিশেষ বিমানে রওনা দিয়ে বৃহস্পতিবার ভোররাতে নিরাপদে দিল্লি পৌঁছান। ছাত্রদের ফিরিয়ে আনার পরেই বৃহস্পতিবার থেকে ইজরায়েল থেকেও ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ইজরায়েল থেকে প্রথমে স্থলপথে ভারতীয় নাগরিকদের সরিয়ে এনে পরে বিশেষ বিমানের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। এই গোটা প্রক্রিয়ার দায়িত্বে থাকবে তেল আভিভে অবস্থিত ভারতীয় দূতাবাস।

ইরানের পর, ভারত বৃহস্পতিবার ইজরায়েল থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে। একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, যেসব ভারতীয় নাগরিক দেশে ফিরতে চান তাঁদের ইজরায়েল থেকে স্থলপথে বার করে আনা হবে, তারপরে বিমানের মাধ্যমে ভারতে ফেরত পাঠানো হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, “ইজরায়েল এবং ইরানের মধ্যে সংঘাতের বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে ভারত সরকার যে সকল ভারতীয় নাগরিক দেশে ফিরতে চান তাঁদের ফিরিয়ে আনবে। ইজরায়েল থেকে ভারতে তাঁদের স্থলসীমান্ত দিয়ে নিয়ে এসে বিমানের মাধ্যমে ভারতে ফেরানো হবে।