আজকাল ওয়েবডেস্ক: ইরান-ইজরায়েল সংঘর্ষে জল্পনার অবসান ঘটিয়ে জড়িয়ে পড়েছে আমেরিকা। স্থানীয় সময় শনিবারে ইরানের তিনটি পরমাণুকেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকান সেনাবাহিনী। বিস্ফোরণের পর পরিস্থিতি কী? তেজস্ক্রিয় বিকিরণ কোন হারে?
হামলার পরে ইরান জানায়, পরমাণু কেন্দ্রে হামলার কারণে, তেজস্ক্রিয় বিকিরণ ঘটছে না সেই হারে। ফলে সেখানকার সাধারণ মানুষ সুরক্ষিত রয়েছেন। একই তথ্য উঠে এসেছিল সৌদি আরবের পরমাণু নিয়ন্ত্রক পর্যবেক্ষণ কেন্দ্রের।
এসবের মাঝে সামনে এসেছে, স্যাটেলাইট ছবি। বেশকিছু আন্তর্জাতিক এবং সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, বাণিজ্যিক উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, ইরানের ফোরদো পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলায় সেখানকার ইউরেনিয়াম সমৃদ্ধকারী সেন্ট্রিফিউজগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে কীভাবে আমেরিকার বাঙ্কার, বোমারু-বিমান ছ’ টি গর্ত করে ধূলিস্যাত করেছে পরমাণু কেন্দ্র।
বিশেষজ্ঞদের মতে, ফোরদো থেকে হামলার আগেই ইরান বিপুল পরিমাণ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিয়েছে। ইজরায়েল, আমেরিকার অজ্ঞাত কোনও স্থানে তা মজুদ করেছে। কিন্তু কেন এই ধারণা? স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে, হামলার ঠিক আগে ওই পরমাণু কেন্দ্রের সামনে লম্বা ট্রাকের লাইন। ওই ছবি দেখেই ধারণা করা হচ্ছে, আমেরিকার পরিকল্পনা আগে থেকে আঁচ করতে পেরেই, তলায় তলায় বড় সিদ্ধান্ত নিয়েছে ইরান, আগেই। তবে এর ফলে আরও ভয়াবহ পরিণাম হতে পারে কিনা, উদ্বেগ তা নিয়েও।
