আজকাল ওয়েবডেস্ক: ইরানকে কড়া বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান সেসবে কর্ণপাত তো করেনি, উলটে জানিয়েছিল ইরানের সঙ্গে কীভাবে কথা বলতে হয় জানা উচিত। একই সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে বলেও জানান খামেনেই। জানিয়ে দেন কোনও আরপিত যুদ্ধ, শান্তি কোনওটাই চান না।
নজর ছিল এরপর কী বলবেন ট্রাম্প, সেদিকে। বুধবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন। প্রশ্ন ধেয়ে যায়? কী ভাবছেন ট্রাম্প? এবার কি যুদ্ধ ইরানের সঙ্গে সরাসরি? আক্রমণ চালাবে পরমাণু ভান্ডারে? ইজরায়েল-ইরান সংঘাতে জড়িয়ে পড়বে আমেরিকা। ট্রাম্প প্রাথমিকভাবে জানান, তা আমি বলতে পারি না। তারপরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, 'করতেও পারি, না ও করতে পারি।' অর্থাৎ তিনি কী করতে চলেছেন তা কেউ জানে না।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইরান-ইজরায়েল যুদ্ধ প্রসঙ্গে বেশকিছু কথা বলেন। জানান, গত সপ্তাহের থেকে এই সপ্তাহে পরিস্থিতি বদলে গিয়েছে অনেক। আগামী একসপ্তাহ খুব জরুরি। আবার বলেন হয়তো এক সপ্তাহ লাগবে না। তবে এই প্রসঙ্গে ইরানের সঙ্গে যে আমেরিকার কথাবার্তা শেষ তাও স্পষ্ট করে বলেন। এদিন ট্রাম্প জানান, ইরানের একাধিক সমস্যা রয়েছে। তারা কথা বলতে চেয়েছিল আমেরিকার সঙ্গে। তবে হোয়াইট হাউস সাফ জানিয়েছে, আলাপ-আলোচনার জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছে। একইসঙ্গে ট্রাম্প বলেন, তিনি ১৫ বছর আগেই বলেছিলেন, ইরানকে পরমাণু বোমা বানাতে দেওয়া উচিত নয় কখনওই।
