আজকাল ওয়েবকডেস্ক: মালয়েশিয়ার তেমারলোহ ব্রিজে ভয়াবহ বাইক দুর্ঘটনা। কোনওমতে প্রাণে রক্ষা পেলেন চালক৷ ঘটনার দিন ২২ আগস্ট। মালয়েশিয়ার তেমারলোহ ব্রিজে ঘটে গেল ভয়ঙ্কর বাইক দুর্ঘটনা। খবর অনুযায়ী, বাইক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে এহেন দুর্ঘটনার শিকার হয় চালক। ঘটনার ভিডিও ধরে পড়ে ক্যামেরায়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ঘটনাটি ঘটে ভোরবেলা, যখন এক বাইক আরোহী সড়কে শান্তভাবে যাচ্ছিলেন। হঠাৎ করেই তিনি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কংক্রিটের ব্যারিয়ারে ধাক্কা খান। মুহূর্তে আছড়ে পড়েন সড়কে। ঠিক তখন বিপরীত দিক থেকে একটি গাড়ি আসছিল। গাড়ির সামনে এসে পড়েন চালক।

সৌভাগ্যক্রমে, বাইক আরোহীর দ্রুত প্রতিক্রিয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ড্যাশক্যাম ভিডিওতে দেখা গিয়েছে, মোটরসাইকেলচালক প্রায় আকাশ সমান উচ্চতায় ছিটকে গিয়ে রাস্তায় পড়ে যান। সেই মুহূর্তে ঠিক সামনে দিয়ে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি চলে যায়। চালক সঙ্গে সঙ্গেই উঠে পড়েন এবং নিজের মোটরসাইকেলটি রাস্তার পাশে নিয়ে যান। এ সময় আশপাশের কিছু স্থানীয় গাড়িচালক ও মোটরসাইকেল আরোহীরা থেমে তাঁকে সহায়তা করেন। চালকের নিজের সক্রিয়তায় কোনওমতে প্রাণে বাঁচেন।

এহেন ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ব্যস্ত রাস্তায় সচেতনতা ও তৎপরতা কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, একটি ছোট ভুল কীভাবে বড় ধরনের বিপদের কারণ হয়ে উঠতে পারে। দুর্ঘটনার কারণ হিসেবে দেখা যায়, বাইক চালক পার হওয়ার সময় সঠিকভাবে লক্ষ্য না করায় এই দুর্ঘটনা ঘটে।

তথ্য অনুযায়ী, ভিডিওটি ৩০ আগস্ট ইনস্টাগ্রামে শেয়ার করা হয়। সামাজিক মাধ্যমে তা দ্রুতই ছড়িয়ে পড়ে। ভিডিওটি এখনও পর্যন্ত ২২ লাখের বেশি বার দেখা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে অনেকে মন্তব্য করেছেন সড়ক নিরাপত্তা ও দায়িত্বশীলতার বিষয়ে। একজন লিখেছেন, 'ওহ, ঈশ্বর বাঁচিয়েছেন আপনাকে, যেন আপনি আরেকবার সঠিক কাজ করার সুযোগ পান।'

আরও পড়ুনঃ 'আমি ক্রাইম পেট্রোল দেখি, অংশ হতে চাইনি', রোজকার মত মেট্রো চেপে বাড়ি ফিরছিলেন তরুণী, এরপর যা অভিজ্ঞতা হল,

আরেকজন মন্তব্য করে বলেন, 'ওই ব্যারিয়ারটা কেন সেখানে ছিল? এটা তো খুবই বিপজ্জনক। সামনে থেকে দেখলে বোঝাই যায় না।' তবে কেউ কেউ এই ঘটনায় দোষ চাপিয়েছেন চালকের ওপর। একজন লেখেন, 'সে তো বাম দিক থেকে স্পিডে আসছিল, তখন নিয়ন্ত্রণ হারানো স্বাভাবিক।'

আরও একজন বলেন, 'সে কেন মনোযোগ দিচ্ছিল না? আমাদের সবাইকে আমাদের নিজেদের দায়িত্ব নিতে হবে, কারণ আমরাই স্টিয়ারিং বা হ্যান্ডেলের পেছনে।'

আরও পড়ুনঃ বিজেপিশাসিত মধ্যপ্রদেশে বেহাল স্বাস্থ্য পরিষেবা, সরকারি হাসপাতালে নবজাতকের দেহ খুবলে খেল ইঁদুর!

সম্প্রতি ঘটা এই ঘটনা আবারও মনে করিয়ে দেয় যে, প্রতিদিন রাস্তায় মোটরসাইকেল আরোহীরা কী ধরনের ঝুঁকি নিয়ে চলাফেরা করেন। একটু অসতর্কতা কিংবা সামান্য ভুল সিদ্ধান্ত বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই প্রতিটি চালকের উচিৎ সর্বোচ্চ সতর্কতা, নির্ধারিত লেন ব্যবহার এবং চারপাশের অবস্থা সম্পর্কে সচেতন থাকা।

আরও পড়ুনঃ ওমা এরা কারা? বর-কনের সঙ্গে অতিথি হিসেবে ছবি তুলছে একদল বেওয়ারিশ কুকুর! ভিডিও প্রকাশ পেতেই হইহই...