আজকাল ওয়েবডেস্ক : ফের মানবিকাতার উদারহণ হয়ে রইল একটি ভাইরাল ভিডিও। মানুষ এবং প্রাণীর নিবিড় বন্ধুত্ব ব্যাপক আলোড়ন ফেলেছে সমাজমাধ্যমে। এই দৃশ্য যে কেউকে অবাক করাবে।
রোজ কত রকমের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। কেউ কেউ পরিচিতি পেতে অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসেন, যা নিয়ে শুরু যায় সমালোচনার ঝড়। তবে এসবের মাঝেও কিছু ইতিবাচক ঘটনা মন কাড়ে নেটিজেনদের। 

সম্প্রতি সমাজমাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে এক ব্যক্তিকে জলাশয়ের পাশে বসে গরিলাকে জল খাওয়াতে দেখা যাচ্ছে। তাও আবার হাতে করে জল তুলে। গরিলাও নিমেষে পান করে নিচ্ছে ওই ব্যাক্তির হাতের জল। গরিলা এবং মানুষের বন্ধুত্ব নজির গড়েছে নেটপাড়ায়। এই দৃশ্য মানুষের মনে জায়গা করে নিয়েছে। ইতিমধ্যেই ভিডিওটিতে একলাখের বেশি মানুষ দেখেছে। ভিডিওটির কমেন্টবক্স আবেগপূর্ণ প্রতিক্রিয়ায় ভরে গেছে।
কমেন্টে এক ব্যক্তি লিখেছেন, কিছু ঘটনা প্রমাণ করে দেয় পৃথিবী সত্যি সুন্দর। অন্য এক ব্যক্তি সকালবেলায় এমন একটি মানবিক ভিডিও দেখতে পাওয়ার জন্য কমেন্টে  ধন্যবাদ জানিয়েছেন। ওই ব্যক্তির কাজের জন্য নেটিজেনরা  প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।