আজকাল ওয়েবডেস্ক: 'বিদেশি স্ত্রী কেনার' ধারণা থেকে বেরিয়ে আসুন। বিজ্ঞপ্তি জারি করে চিনা নাগরিকদের সতর্ক করল 
বাংলাদেশের চিনা দূতাবাস। চিনের রাষ্ট্রীয় সংবাদপত্র 'গ্লোবাল টাইম্‌‌স'-এর প্রতিবেদন অনুসারে, প্রতারণা রুখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। 

চিনা যুবকদের জন্য অনেক সময়েই টাকার বিনিময়ে কোনও তৃতীয় পক্ষ, স্ত্রী খুঁজে দেয়। এতেই বাড়ছে মানবপাচার। এই প্রেক্ষিতে বাংলাদেশের বহু বিবাহযোগ্য মহিলাকে চিনে পাঠানো হচ্ছে বলে অভিযোগ। সম্প্রতি বাংলাদেশের সংবাদপত্র 'দ্য ডেলি স্টার' তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, 'বাংলাদেশের মহিলাদের চিনে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিয়ের নাম করে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু দুর্বৃত্তেরা এর আড়ালে মানবপাচার করছে।' 

সোশাল মিডিয়ায় বহু ভিডিও-য় সীমান্ত পেরিয়ে প্রেম- এই বিষয়বস্তুকে প্রচার করা হচ্ছে। কিন্তু চিনের নাগরিকদের এই ফাঁদে পা না-দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, অজ্ঞাত কোনও সংস্থার মধ্যস্থতায় বিদেশি স্ত্রী খোঁজার চেষ্টা করবেন না। বাংলাদেশি মহিলাদের বিয়ে করার আগে সতর্ক থাকুন। 

ঢাকার চিনা দূতাবাস জানিয়েছে, এই ধরনের বিয়ের অধিকাংশই অবৈধ। এর ফলে মানবপাচারের দায়ে জেলযাত্রাও হতে পারে।