আজকাল ওয়েবডেস্ক: সুখেই কাটাচ্ছিলেন নতুন বাড়িতে। আচমকা একদিন বেসমেন্টে যেতেই আঁতকে উঠলেন বাড়ির মালিক। সেখানেই লুকিয়ে বসবাস করছেন এক ব্যক্তি! সাজানো রয়েছে বিছানা, চেয়ার, টেবিল। এমনকী একটি ছোট্ট বার, টেলিভিশন রয়েছে সেখানে। কয়েকবছর থাকার পরেও টের পাননি! এ ঘটনায় রীতিমতো হতবাক তিনি। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে চীনের জিয়াংসু প্রদেশে। লি নামের এক ব্যক্তি ২০১৮ সালে এই বাড়িটি কিনেছিলেন। ভারতীয় মুদ্রা প্রায় সাড়ে দু'কোটি টাকা খরচ হয়েছিল তাঁর। পরিবার নিয়ে নতুন বাড়িতে সুখেই দিন কাটছিল। হঠাৎ একদিন বেসমেন্টে যাওয়ার সিঁড়ি দেখতে পান। যা বাড়িটি কেনার সময় তাঁর চোখে পড়েনি। চুপিচুপি সেই সিঁড়ি দিয়ে নীচে নামেন লি। বেসমেন্টে পৌঁছেই দেখেন, সুসজ্জিত বিছানা, থাকার জায়গা। 

খানিকক্ষণ খোঁজাখুঁজির লি দেখেন, বাড়ির পুরনো মালিক বেসমেন্টেই বসবাস করেন। গোটা বাড়িটি কিনে নিলেও বেসমেন্টে এখনও তিনি থাকেন। জ্যাং নামের মহিলার সঙ্গে যা নিয়ে রীতিমতো ঝামেলা হয় তাঁর। লিয়ের দাবি, গোটা সম্পত্তি কিনে নেওয়ার পরেও, বেসমেন্টে তাঁর থাকাটা বেআইনি। অন্যদিকে জ্যাংয়ের দাবি, বাড়িটি বিক্রি করলেও, বেসমেন্টের কথা ওঠেনি। বেসমেন্ট বিক্রির কথাও তিনি বলেননি। 

ঘটনাটি ঘিরে মামলা দায়ের করেন লি। আদালতের রায় অনুযায়ী, বেসমেন্টের ভাগীদার এখন লি। এমনকী লিকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জ্যাংকে। তবে এখনও পর্যন্ত জানা যায়নি, জ্যাং বেসমেন্টে পৌঁছতেন কীভাবে। কোথা দিয়ে বাইরে যাতায়াত করতেন।