আজকাল ওয়েবডেস্ক: “বউ পেটাতে ওস্তাদ বরিশাল ও খুলনার মানুষ” — এমনই একটি বিতর্কিত বক্তব্য নিয়ে তৈরি এক মিম ঘিরে তোলপাড় নেট দুনিয়ায়। সামাজিক মাধ্যমে ছড়ানো এই মিমে হাস্যরসের মোড়কে বরিশাল ও খুলনার পুরুষদের ঘরে হিংসার সঙ্গে যুক্ত করে তীব্র সমালোচনা তৈরি হয়েছে।
মিমটি ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ একে “আঞ্চলিক বিদ্বেষ ছড়ানো” এবং “গার্হস্থ্য হিংসাকে লঘু করে দেখা” বলেও আক্রমণ করেন। অন্যদিকে কেউ কেউ একে নিছকই রসিকতা বলে উড়িয়ে দিয়েছেন।
নারী অধিকার কর্মীরা বলছেন, "মার খাওয়া বা মারা, কোনটাই রসিকতার বিষয় হতে পারে না।" ইতিমধ্যেই বেশ কয়েকটি অনলাইন পেজ মিমটি সরিয়ে দিয়েছে।সোশ্যাল মিডিয়ার এই ঘটনার প্রেক্ষিতে নতুন করে গার্হস্থ্য হিংসা ও অনলাইন আচরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
