আজকাল ওয়েবডেস্ক: গাজা উপত্যকাজুড়ে ইজরায়েলি বিমান হামলায় শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত অন্তত ৭৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার হাসপাতাল ও চিকিৎসা সূত্র। হামাসের ওপর চাপ বাড়াতে এবং সাময়িক যুদ্ধবিরতিতে রাজি করাতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইজরায়েল।
খান ইউনিসের নাসের হাসপাতাল জানিয়েছে, মুওয়াসি এলাকায় বাড়ি ও শরণার্থী তাবু লক্ষ্য করে চালানো হামলায় ২০টি মরদেহ তাদের কাছে এসেছে।
উত্তর গাজায়, জাবালিয়া শরণার্থী শিবিরে একটি বাড়িতে হামলায় একই পরিবারের ৯ জন নিহত হয়েছেন। আরও একটি হামলায় বেরাওই পরিবারের ১০ জন নিহত হন, যাদের মধ্যে সাতজন শিশু ও একজন নারী রয়েছেন।
মধ্য গাজায় দুটি পৃথক হামলায় আরও ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেইর আল-বালাহ শহরের আল-আকসা মার্টির্স হাসপাতাল। একটি হামলায় দুই শিশু ও চার মহিলা সহ সাতজন এবং অন্য হামলায় এক দম্পতি ও তাদের শিশু নিহত হয়।
ইজরায়েলি সামরিক বাহিনী এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
