আজকাল ওয়েবডেস্ক: ভারতে ট্রেন চলাচল করছে ১৮৫৩ সাল থেকে। তখন থেকেই, ভারতীয় রেলপথ বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে একটি। সুনির্দিষ্টভাবে বলতে গেলে, চতুর্থ বৃহত্তম। তবে এই মুহূর্তে, ভারতে উচ্চ-গতির ট্রেন নেই। বুলেট ট্রেনের কাজ চলছে। দেশে বুলেট ট্রেনের প্রথম করিডোর মুম্বই এবং আমেদাবাদের মধ্যে তৈরি হচ্ছে। তবে এই ট্রেন চলাচল শুরু হতে সময় লাগবে।
উচ্চ-গতির ট্রেন কী?
আন্তর্জাতিক রেলওয়ে ইউনিয়নের মতে, প্রতি ঘন্টায় কমপক্ষে ২০০ কিলোমিটার গতিতে চলমান ট্রেনকে উচ্চ-গতির ট্রেন বলা হয়। ভারতে, খাতায়-কলমে বন্দে ভারতের গতি ১৮০ কিলোমিটার, তবে বাস্তবে এটি খুব কম গতিতে চালানো হচ্ছে। ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা অতিক্রমকারী অন্যান্য ট্রেনগুলি হল রাজধানী এবং শতাব্দী।
কোন কোন দেশে উচ্চ-গতির ট্রেন আছে?
উচ্চ-গতির ট্রেনের কথা বলতে গেলে, চীনে এই ট্রেনগুলির বৃহত্তম নেটওয়ার্ক রয়েছে। প্রায় ৪৫,০০০ কিলোমিটার। অন্য কোনও দেশ এর কাছাকাছিও নেই। আন্তর্জাতিক রেলওয়ে ইউনিয়নের মতে, উচ্চ-গতির ট্রেন বলতে ট্রেনের সর্বনিম্ন গতি কমপক্ষে ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা হওয়া উচিত।
চীনের পরে, বৃহত্তম উচ্চ-গতির রেল নেটওয়ার্ক স্পেনে রয়েছে। সে দেশের প্রায় ৩,৯৬৬ কিলোমিটার উচ্চ-গতির রেল নেটওয়ার্ক রয়েছে। জাপানে উচ্চ-গতির রেল নেটওয়ার্কের বিস্তার প্রায় ৩,০৯৬ কিলোমিটার, ফ্রান্সে ২,৮০০ কিলোমিটার, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২,২১৪ কিলোমিটার, জার্মানিতে ১,৬৫৮ কিলোমিটার, ফিনল্যান্ডে ১,১২০ কিলোমিটার, ইতালিতে ১,১১৭ কিলোমিটার এবং দক্ষিণ কোরিয়ায় ৮৭৭ কিলোমিটার।
এই ১০টি দেশের পরে রয়েছে সুইডেন ৮৬০ কিলোমিটার, গ্রিসে ৬৭২ কিলোমিটার, রাশিয়ায় ৬৫০ কিলোমিটার, তুরস্কে ৬২৭ কিলোমিটার এবং পর্তুগালে ৬১০ কিলোমিটার।
উচ্চ-গতির রেল নেটওয়ার্কের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কোথায়?
মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে ৬০০ কিলোমিটার উচ্চ-গতির রেল নেটওয়ার্ক রয়েছে, পোল্যান্ডে ৫৪৭ কিলোমিটার, সৌদি আরবের ৪৫০ কিলোমিটার, তাইওয়ানের ৩৫০ কিলোমিটার, বেলজিয়ামে ৩২৬ কিলোমিটার, অস্ট্রিয়ায় ২৮৩ কিলোমিটার, নরওয়েতে ২২৪ কিলোমিটার, মরক্কোতে ১৮৬ কিলোমিটার, নেদারল্যান্ডসে ১৭৫ কিলোমিটার, সুইজারল্যান্ডে ১৬৪ কিলোমিটার, ইন্দোনেশিয়ায় ১৪৩ কিলোমিটার, মার্কিন যুক্তরাষ্ট্রে ১৩৬ কিলোমিটার, সার্বিয়ায় ৭০ কিলোমিটার, ডেনমার্কে ৬০ কিলোমিটার এবং হংকংয়ে ২৬ কিলোমিটার উচ্চ-গতির রেল নেটওয়ার্ক রয়েছে।
আরও পড়ুন- বিপদে পড়লে কয়েক মাস ইএমআই স্থগিত রাখা যায়, প্রভাব পড়ে না ক্রেডিট স্কোরে, জানুন কীভাবে
জানা গিয়েছে, মুম্বই থেকে আমদাবাদ পর্যন্ত ৫০৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে মাত্র দু'ঘণ্টা সাত মিনিট লাগবে। আপাতত বন্দে ভারত এক্সপ্রেসে করে মুম্বই থেকে আমদাবাদ যেতে পাঁচ ঘণ্টার মতো লাগে। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, প্রতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে ছুটবে ভারতের প্রথম বুলেট ট্রেন। আর সেই গতির সুবাদেই মাত্র ১২৭ মিনিটে অতিক্রম করবে ৫০৪ কিমি পথ। এমনিতে বিমানে করে মুম্বই থেকে আমদাবাদ যেতে লাগে এক ঘণ্টা ২০ মিনিট
