২০২৫-এ শেষবারের মতো নক্ষত্র বদল করল রাহু। কেবল সেটাই নয়, দীর্ঘ ১৮ বছর পর শতভিষা নক্ষত্রে প্রবেশ করল রাহু। গত ২৩ নভেম্বর এই নক্ষত্রে প্রবেশ করেছে এই গ্রহ। তবে গোচর হবে ২ ডিসেম্বর। আগামী বছর, অর্থাৎ ২০২৬ এর ২ অগস্ট পর্যন্ত এই নক্ষত্রে থাকবে। শতভিষা নক্ষত্রের অধিপতি রাহু নিজেই। ফলে তার এই স্থান বদলের কারণে ৭টি রাশি লাভবান হবে।
2
8
মেষ রাশি: প্রচুর নতুন সুযোগ পাবেন মেষ রাশির জাতকেরা। এতদিন ধরে যে কাজগুলো নানা কারণে আটকে রয়েছে সেগুলো দ্রুত শেষ হবে। কর্মক্ষেত্রে উন্নতি করবেন মেষ রাশির জাতকেরা। হঠাৎ করে বেড়াতে যাওয়ার সুযোগ তৈরি হবে।
3
8
মিথুন রাশি: আপনি যে পরিকল্পনাগুলো করে রেখেছেন আগামী আট মাস সেই সময়, যখন ভাবনাগুলোকে বাস্তবায়িত করতে পারবেন। যাঁরা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তাঁদের খ্যাতি বাড়বে। নতুন নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হবে, যা আখেরে আপনার কর্মক্ষেত্রে উন্নতি সাধন ঘটাবে। যাঁরা লেখালিখি বা পড়াশোনার সঙ্গে জড়িত তাঁরা উল্লেখযোগ্য সাফল্য পাবেন।
4
8
সিংহ রাশি: এই রাশির যে জাতকেরা চাকরি বদলের কথা ভাবছেন, তাঁদের জন্য আগামী ৮ মাস সুবর্ণ সুযোগ।সামাজিক ভাবে আপনার খ্যাতি, প্রতিপত্তি বাড়বে। আর্থিক দিক শক্তিশালী হবে, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
5
8
কন্যা রাশি: কোথাও বিনিয়োগ করতে চাইলে এটাই সেরা সময়। নতুন প্রকল্প শুরু করার ভাবনা থাকলে সেটাও করতে পারবেন। কর্মক্ষেত্রে কোনও জটিলতা তৈরি হয়ে থাকলে এই সময় সেটা কেটে যাবে। চাকরি বদলের কথা ভাবলে, সেটাও বাস্তবায়িত হবে।
6
8
ধনু রাশি: কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি ঠেকায় কে? দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নতুন কিছু শুরু করার কথা ভাবলে, এটাই সঠিক সময়।
7
8
মকর রাশি: সামাজিক ক্ষেত্রে আপনার দাপট বাড়বে, সকলে আপনার কথা শুনবে, গুরুত্ব দেবে। কর্মক্ষেত্রেও পদোন্নতির সুযোগ আসতে পারে। প্রতিপত্তি, অর্থলাভ হওয়ার যোগ রয়েছে।
8
8
মীন রাশি: কোনও কাজ অমীমাংসিত হয়ে থাকলে তা এই সময়েই পূরণ হবে। সম্পত্তি বা অর্থলাভের যোগ রয়েছে। হঠাৎ ভ্রমণের সুযোগ আসবে। বৃদ্ধি পাবে কাজের দক্ষতা। সমস্ত সম্পর্ক আরও সুদৃঢ় হবে।