আজকাল ওয়েবডেস্ক: ঝগড়ার জেরে খুন। দিল্লিতে আবারও ভয়াবহ কাণ্ড৷ দিল্লির উত্তর পশ্চিমের কারালা এলাকায় সম্প্রতি এক ১৬ বছরের কিশোরকে ছুরি মেরে খুন করার অভিযোগ উঠেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ঘটনায় সন্দেহের তালিকায় তিন নাবালক। তাদের আটক করেছে পুলিশ। বর্তমানে ঘটনার তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে রোহিণী এলাকার একটি হাসপাতাল থেকে তাদের কাছে খবর আসে। খবর অনুযায়ী, সেখানে গুরুতর জখম অবস্থায় ওই কিশোরকে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে ছুরির আঘাত ছিল।

খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে যায়। পরে ঘটনাস্থলও পরীক্ষা করে তারা। এক পুলিশ কর্তা জানান, “তদন্ত চলাকালীন নিহতের তুতো ভাইয়ের (যে নিজেও নাবালক) বয়ান রেকর্ড করা হয়। সে নিজেকে ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করেছে। সে পুলিশকে জানিয়েছে, ঘটনার দিন তার সঙ্গে তার বন্ধু আরমান (১৮) ছিল।আরমানকে সঙ্গে নিয়ে সে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। খবর আসে, সেখানে ঝামেলা হচ্ছে।”

ওই কর্তা আরও জানান, নিহত কিশোর ও তার সঙ্গীদের সঙ্গে ১৫ বছর বয়সী তিন নাবালকের তীব্র বচসা হয়েছিল। ঝগড়ার মধ্যেই এক নাবালক ওই কিশোরের পেট এবং উরুতে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। এরপরই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে তড়িঘড়ি পালিয়ে যায়।

পুলিশের ওই কর্মকর্তা এ প্রসঙ্গে আরও বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছি এবং স্থানীয় সূত্র থেকে তথ্য সংগ্রহ করেছি। এর ভিত্তিতে দুই নাবালককে আটক করা হয়েছে। নিহত কিশোরটি কারালার একটি বেসরকারি স্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা এনডিপিএল-এ কাজ করেন এবং মা গৃহবধূ। খুনের আসল কারণ কী, তা জানতে আটক করা হয়েছে অভিযুক্তদের। বর্তমানে তাদের জেরা করা হচ্ছে।”