মানুষকে বোকা বানাতে ওস্তাদ এই তিন রাশি, আপনার রাশিও কি এই দলে?
নিজস্ব সংবাদদাতা
২৭ নভেম্বর ২০২৫ ১৮ : ১৭
শেয়ার করুন
1
5
কাজ আদায়ের জন্য কথার ব্যবহার সবার কাছে সহজ নয়। এর জন্য প্রয়োজন তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা এবং সামনে থাকা ব্যক্তির মন-মানসিকতা বোঝার দক্ষতা। তাই এই কৌশল সবার পক্ষে সম্ভব হয় না।
2
5
মিথুন রাশির ব্যক্তিরা কথার জাদুতে সিদ্ধহস্ত। এঁরা হাসিমুখে কথার জালে এমনভাবে বিপরীত পক্ষকে বাঁধেন যে কেউ বুঝতেই পারে না আসল উদ্দেশ্য কী। পরে বুঝতে পারলে আর কিছু করার থাকে না।
3
5
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা প্রথমে মানুষকে বুঝতে সময় নেন। কী শুনলে বা বললে কাজ সহজে হয়ে যাবে, তা তারা আগেভাগেই আন্দাজ করে নেন। তাই তাঁদের কথার প্রভাবে অন্যরা সহজেই সম্মত হয়ে যান।
4
5
মকর রাশির মানুষ কম কথা বললেও প্রভাবশালী হন। প্রয়োজন হলে এঁরা কৌশল করে এমনভাবে কথাবার্তা চালান যে সামনের ব্যক্তি ভুল ভেবে নেন তিনি লাভবান হচ্ছেন। আসলে এই সময়েই মকর তাঁদের উদ্দেশ্য পূরণ করে নেন।
5
5
এই তিন রাশির মানুষ কথার শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন। সঠিক সময়, সঠিক কথা আর সঠিক অভিব্যক্তি—এই তিনের সমন্বয়ে এঁরা কাজ আদায়ে সফল হন। তাই কথার ফাঁদ এঁদের কাছে এক বিশেষ দক্ষতা।