কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ, কোন কোন বিষয়ে কত আসন জেনে নিন....
নিজস্ব সংবাদদাতা
২৮ নভেম্বর ২০২৫ ২২ : ০৪
শেয়ার করুন
1
5
কলকাতা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিষয়ক পিএইচডি-তে ভর্তির সুযোগ ঘোষণা করেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের তরফে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন গ্রহণ হবে সম্পূর্ণ অফলাইনে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে হবে।
2
5
এই পিএইচডি প্রোগ্রামটি পরিচালনা করবে রেডিয়ো ফিজ়িক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগ। মোট আসন সংখ্যা ৩৬। সরকারি নীতি অনুযায়ী কিছু আসন সংরক্ষিত থাকবে। সকল প্রার্থী সমান সুযোগে আবেদন করতে পারবেন।
3
5
ভর্তির ক্ষেত্রে ইউজিসি নির্দেশিত যোগ্যতাই মান্য হবে। যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষা এক ঘণ্টার, মোট নম্বর ৫০। ৫০ শতাংশ নম্বর পেলেই ইন্টারভিউতে অংশ নেওয়া যাবে।
4
5
যাঁরা আগে থেকেই NET বা SET উত্তীর্ণ, তাঁদের লিখিত পরীক্ষায় বসতে হবে না। তাঁদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে। এতে যোগ্য প্রার্থীদের সময় ও সুযোগ উভয়ই সংরক্ষিত থাকবে। তবে প্রক্রিয়ার সব ধাপেই নিয়ম মেনে উপস্থিত থাকতে হবে।
5
5
আবেদন মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ ডিসেম্বর। লিখিত পরীক্ষা হবে আগামী ৬ জানুয়ারি এবং ইন্টারভিউ ১৩ জানুয়ারি। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।