আজকাল ওয়েবডেস্ক: গৃহবন্দীর আশঙ্কা, তা এড়াতেই কংগ্রেস অফিসেই রাত্রিযাপন করেছেন। তেমনটাই জানিয়েছেন ওয়াইএস শর্মিলা। অন্ধ্রপ্রদেশ কংগ্রেস প্রধান ওয়াইএস শর্মিলা রেড্ডি বুধবার রাতে বিজয়ওয়াড়ায় কংগ্রেস অফিসে রাত কাটিয়েছেন। সরকারের একাধিক ইস্যু নিয়ে সুর চড়িয়েছেন তিনি। তাঁর অভিযোগ, গত ৫ বছরে সে রাজ্যের সরকার যুবক, বেকারত্ব এবং ছাত্রদের সমস্যা সমাধানে সম্পূর্ণ ব্যর্থ। সেই কারণেই তিনি সরকারের বিরুদ্ধে, জগন মোহন রেড্ডির বিরুদ্ধে সুর চড়িয়েছেন। বৃহস্পতিবার কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে মিছিল রয়েছে তাঁর। ঠিক তার আগের দিন, গৃহবন্দীর আশঙ্কা এড়াতে কংগ্রেস অফিসেই রাত কাটালেন তিনি। ইতিমধ্যে সমাজ মাধ্যমে আসা একটি ছবিতে দেখা গিয়েছে, কংগ্রেস অফিসের মাটিতে শুয়ে রয়েছেন শর্মিলা। সমাজমাধ্যমে তিনি সে রাজ্যের সরকারকে নিশানা করে লিখেছেন, "আমরা যদি বেকারদের পক্ষ নিয়ে প্রতিবাদের সুর চড়াই, তাহলে কি গৃহবন্দী করার চেষ্টা করা হবে?" সঙ্গেই তিনি লিখেছেন, "এটা কি লজ্জাজনক নয়, একজন মহিলা হয়ে, পুলিশকে এড়াতে এবং গৃহবন্দী এড়াতে কংগ্রেসের পার্টি অফিসে রাত কাটাতে বাধ্য হচ্ছি।" দাদা জগন মোহন রেড্ডির হাত ছেড়ে হাত শিবিরে যোগ দিয়েছিলেন ওয়াই এস শর্মিলা, তারপরেই অন্ধ্রপ্রদেশের কংগ্রেসের প্রধান পদে বসানো হয় তাঁকে। শর্মিলা বলেছিলেন, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, সেই কারণেই হাত শিবিরের যোগদান তাঁর।