আজকাল ওয়েবডেস্ক: রিভার্স গিয়ারে থাকাকালীন অ্যাক্সিলারেটরে চাপ। গাড়ি সহ সোজা খাদে পড়লেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে। গাড়ি শিখছিলেন শ্বেতা সুরভাস নামে এক মহিলা। তাঁর গাড়ি চালানোর ভিডিও রেকর্ড করছিলেন তাঁরই এক বন্ধু। সেই সময় গাড়ি রিভার্স গিয়ারে ছিল বুঝতে পারেননি তিনি।

অ্যাক্সিলারেটরে চাপ পড়ে যাওয়ায় গাড়ি দ্রুত গতিতে পিছন দিকে যায়। খাদের ধারে গার্ডরেল ভেঙে নিচে পড়ে যায় গাড়িটি। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। এসে পৌঁছায় উদ্ধারকারী দল। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।