আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের উন্নাও রেলস্টেশনের শীতাতপ নিয়ন্ত্রিত অপেক্ষাকক্ষে হঠাৎই এক নারীর অদ্ভুত আচরণে চাঞ্চল্য ছড়ায়। কানপুরের বাসিন্দা সঞ্জনা নামে ওই মহিলা আচমকা যাত্রীদের সামনে ঘুরে-ঘুরে নাচতে শুরু করেন। তার এই অস্বাভাবিক আচরণে যাত্রীরা প্রথমে বিভ্রান্ত হলেও, ঘটনা দ্রুত মোড় নেয় রহস্যে।
নাচতে-নাচতে হঠাৎ সঞ্জনার হাতে থাকা ব্যাগ মাটিতে পড়ে যায়। ব্যাগ তুলতে গিয়েই বেরিয়ে আসে দু’টি দামি স্মার্টওয়াচ। অথচ তার নিজের হাতে কোনও ঘড়ি ছিল না। সাধারণ পোশাকে থাকা সঞ্জনার ব্যাগে থাকা দামি জিনিসপত্রে সন্দেহ দানা বাঁধে উপস্থিত যাত্রীদের মনে। এরই মধ্যে এক যাত্রীর পার্সে হাত দিতে গিয়ে ধরা পড়ে যান তিনি।
সতর্ক যাত্রীরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। সৌভাগ্যক্রমে, সেসময় রেল পুলিশ ও রেল সুরক্ষা বাহিনীর একটি যৌথ দল স্টেশনে টহলে ছিল। খবর পেয়েই তারা সঞ্জনাকে আটক করে।
তল্লাশিতে মেলে একটি ব্রাউন হ্যান্ডব্যাগ, একটি মোবাইল ও দু’টি স্মার্টওয়াচ। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে, ওই মহিলা ইচ্ছাকৃতভাবে যাত্রীদের মনোযোগ অন্যদিকে ঘোরাতে এই অভিনব কৌশল নিয়েছিলেন। তবে শেষরক্ষা হয়নি। যাত্রীদের সতর্কতা ও পুলিশি তৎপরতায় ফাঁস হয়ে যায় চুরির পরিকল্পনা।
রেল কর্তৃপক্ষ জানায়, এই ধরনের বিভ্রান্তিকর কৌশল ব্যবহার করে চুরির চেষ্টা নতুন নয়, তবে এবার যাত্রীদের তৎপরতায় অপরাধীকে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে। উন্নাও স্টেশনের এই রহস্যময় ঘটনার পর যাত্রীদের মধ্যে সতর্কতা আরও বেড়েছে।
