আজকাল ওয়েবডেস্ক: আগে কুয়োয় ফেলেছিলেন চার সন্তানকে, তারপর ঝাঁপ দিয়েছিলেন মা নিজে। পরিণতি হল আরও মারাত্মক। চার সন্তানের প্রাণ গেলেও, প্রাণে বেঁচে গেলেন মা। স্থানীয়রা বছর ৪০-এর সুগনা বাইকে কুয়ো থেকে উদ্ধার করেছেন কোনওরকমে। 

ঘটনাস্থল মধ্যপ্রদেশ। রবিবার সকালে সে রাজ্যের মন্দসৌর জেলার পিপলখেড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। কর্তব্যরত পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পরিকল্পনা ছিল আত্মহত্যার। সেই কারণেই সুগনা বেগম চার সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিয়েছিলেন। ঘটনা বুঝতে পেরেই স্থানীয়রা উদ্ধারে তৎপর হন। তবে কেবল সুগনাকেই জীবিত উদ্ধার করা গিয়েছে। জানা গিয়েছে, যে চারজনের প্রাণ গিয়েছে, তারা হল-১১ বছরের অরবিন্দ, ৯ বছরের অনুসা, ৬ বছরের বিটটু এবং ৩ বছরের কার্তিক।

 কিন্তু কেন এক মা সন্তানদের সঙ্গে নিয়ে এমন এক সিদ্ধান্ত নিলেন? স্থানীয়রা জানাচ্ছেন, শনিবার রাতে সুগনার স্বামী রোদু সিং তাঁকে মারধর করে। প্রবল অশান্তির পর সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে চলে যান তিনি। নিকটবর্তী একটি স্কুলে আশ্রয় নেন। স্কুলের রাত্রিবাসের পর রবিবার সকাল ৬টা নাগাদ এই মর্মান্তিক সিদ্ধান্ত বেছে নেন তিনি। চার সন্তানদের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।