আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরু, গুজরাটের পর এবার পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই দেশের তিন রাজ্যে এইচএমপিভি ভাইরাসের সংক্রমণের খবর সামনে আসার পর সারা দেশে উদ্বেগ বাড়ছে। দেশের বহু জায়গাতেই মানুষ সদ্য করোনার প্রভাব কাটিয়ে উঠেছেন। দীর্ঘ লকডাউনের অর্থনৈতিক দিকে থেকে পিছিয়ে পড়েছিল ভারত। এর মধ্যে ফের নয়া ভাইরাসের খবর সামনে আসায় অনেকেই চিন্তিত এই সংক্রমণ কি আবার নতুন করে লকডাউন ডেকে আনবে? তবে, এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী লকডাউনের সম্ভাবনা কম। সরকার জানিয়েছে, এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ভারতে এই ভাইরাসের সংক্রমণ চিনের সঙ্গে সম্পর্কিত নয়।
জানা গিয়েছে, ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে দেশের পরিস্থিতির দিকে নজর রেখে। সক্রিয় ভাবে কাজ করছেন কেন্দ্রের আধিকারিকরা। জনসাধারণকে সচেতন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র। তবে, এখনও পর্যন্ত এই সংক্রমণ বিশেষ করে দেখা গিয়েছে শিশুদের মধ্যে। সেক্ষেত্রে বড় আকারে এই ভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়লে বন্ধ রাখা হতে পারে স্কুল। যে সমস্ত এলাকায় সংক্রমণ বেশি ছড়াবে সেখানের স্কুলগুলিকে অনলাইন ক্লাস চালু করার পথে হাঁটতে হতে পারে। যাতে শিশুদের সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়।
কোভিডের পর থেকে বিভিন্ন ক্ষেত্রেই অনলাইন ক্লাসের পথে হেঁটেছে স্কুলগুলি। বর্তমানে উত্তর ভারতে প্রবল ঠাণ্ডার কারণে একাধিক স্কুল ছুটি ঘোষণা করেছে। আবার কিছু কিছু স্কুল অনলাইনে পড়াশোনা করাচ্ছে পড়ুয়াদের। তবে এইচএমপিভি সংক্রমণের খবর সামনে আসার পর এখনও কোনো সরকারি ঘোষণা হয়নি। ২০২০-২১ সালে কোভিড-১৯ মহামারির সময় ভারত লকডাউনের মুখোমুখি হয়েছিল। দু’বছর লকডাউনের পর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়েছে। তবে এইচএমপিভি সংক্রমণের ক্ষেত্রে দেশ বর্তমানে অনেক বেশি প্রস্তুত। ফলে, নতুন করে লকডাউনের সম্ভাবনা একেবারেই কম এমনটাই খবর সূত্রে।
