নিতাই দে, আগরতলা: স্বামীর হাতে খুন স্ত্রী। ঘটনাটি ত্রিপুরার গোমতী জেলার উদয়পুর ধ্বজনগর এলাকার। জানা গিয়েছে আশিষ দে(৪৫), তাঁর স্ত্রী নমিতা দে-কে (৩৬)অনেকদিন ধরে সন্দেহ করছিলেন। এই সন্দেহের কারণে সোমবার স্বামী তার স্ত্রী নমিতা দে-কে দা দিয়ে খুন করে। তাঁদের বিয়ে হয়েছিল ১৯ বছর আগে। দুই ছেলে এবং এক মেয়ে আছে তাঁদের। সন্তানরা যখন ঘুমোচ্ছিল ঠিক সেই সময় ধারালো দা দিয়ে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। স্বামী আশিষ দে-কে আটক করে এবং ঘটনাস্থল থেকে রক্ত মাখা ধারালো দা-টিকে উদ্দার করে রাধা কিশোরপুর থানায় নিয়ে গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে গোমতী জেলার পুলিশ সুপার থেকে শুরু করে মহকুমা পুলিশ আধিকারিক এবং রাধা কিশোর পুর থানার পুলিশ। মৃতদেহটিকে গোমতী জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
