আজকাল ওয়েবডেস্ক: সীমান্তে যুদ্ধের আবহ। যুদ্ধ হলে কীভাবে ঐতিহ্যবাহী স্মৃতিস্তম্ভগুলিকে রক্ষা করা হয়? তা জানতেই ইতিহাসের পাতায় ডুব মারতে হবে। ফিরে তাকে হবে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময়ে।
১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় জনসাধারণের মনোবল ভেঙে ফেলার লক্ষ্যে পাক বিমান বাহিনী এ দেশের সাংস্কৃতিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে হামলা চালাতে পারে বলে উদ্বেগ ছড়িয়েছিল। ফলে সতর্কতামূলক নানা পদক্ষেপ করা হয়েছিল।
পাক বাহিনীর সম্ভাব্য বিমান হামলা থেকে রক্ষা করার জন্য তাজমহলকে চারপাশ থেকে একটি বিশাল সবুজ কাপড়ে মুড়িয়ে দেওয়া হয়েছিল। ঐতিহ্যবাহী স্মৃতিস্তম্ভের চারপাশের আলো নিভিয়ে দেওয়া হয় এবং রাতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
লাল কেল্লা, কুতুব মিনার এবং জয়সলমীর দুর্গের মতো অন্যান্য ঐতিহ্যবাহী স্থানগুলিতেও একই রকম সতর্কতা অবলম্বন করা হয়েছিল। সবুজ চাদর দিয়ে ঢেকে দেওয়ায় তাজমহলটি দূর থেকে সবুজ এলাকার অংশ বলে মনে হতো, যা পাকিস্তানি বিমান চালকদের বিভ্রান্ত করতে সাহায্য করেছিল।
স্থানীয় বাসিন্দারা এই প্রচেষ্টাগুলিকে সমর্থন করেছিলেন। বিশেষ করে আগ্রার মানুষ প্রচুর সহযোগিতা করেছিলেন। কেবল একটি স্মৃতিস্তম্ভ হিসেবেই নয়, বরং ভারতের পরিচয়ের অন্যতম প্রতীক হিসেবেও তাজমহলকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
