আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ‘Aura’ শব্দটি অত্যন্ত প্রচলিত। কোনও ব্যক্তির সাহস কিংবা তাঁর আচার ব্যবহার দেখে সাধারণত এটি বিচার করা হয়ে থাকে। সেরকমই এক বক্তব্যে রীতিমত আলোড়ন ফেলে দিয়েছেন সেনাবাহিনীর এয়ার ডিফেন্স শাখার ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সুমের ইভান ডিকুনহা। সদ্য শেষ হওয়া অপারেশন সিঁদুরের পর ভারতের সামরিক ক্ষমতার প্রসঙ্গে তিনি জানালেন, গোটা পাকিস্তান ভারতের আয়ত্তে রয়েছে। ভারত যদি হামলা করতে চায় তাহলে গোটা পাকিস্তানের যেকোনও জায়গায় করতে পারে।

সংবাদ সংস্থা এএনআই-কে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের এমন অস্ত্রভাণ্ডার রয়েছে যা দিয়ে পাকিস্তানের যেকোনও গভীর অঞ্চলেও আঘাত হানা সম্ভব। পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তর রাওয়ালপিন্ডি থেকে খাইবার পাখতুনখাওয়ায় স্থানান্তরিতও করে, তাহলেও সেটাও আমাদের রেঞ্জের মধ্যেই পড়বে। একমাত্র গভীর বাঙ্কার ছাড়া লুকোনোর রাস্তা নেই’। সম্প্রতি অপারেশন সিঁদুরের পর ভারতের সেনাবাহিনীর ক্ষমতা এবং অস্ত্রভাণ্ডারে রীতমত কাত হয়ে গিয়েছে পাকিস্তান।

?ref_src=twsrc%5Etfw">May 19, 2025

ভারতীয় সেনা অত্যাধুনিক প্রযুক্তি ও লয়টারিং মিউনিশন ব্যবহার করে পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে প্রিসিশন স্ট্রাইক চালায়। এই অভিযানে দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন এবং গাইডেড মিসাইল ব্যবহার করে নিজেদের শক্তি প্রদর্শন করতে একবারও ভাবেনি ভারত। সেনাকর্তা স্পষ্ট জানান, ‘আমাদের মূল দায়িত্ব দেশের সার্বভৌমত্ব এবং জনগণের সুরক্ষা নিশ্চিত করা। পাকিস্তান দেশের সাধারণ মানুষ ও সেনা ছাউনিগুলিকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিল। কিন্তু আমরা সফলভাবে সেটা রুখে দিয়েছি’। তিনি আরও জানান, যেভাবে শত্রু দেশের ড্রোন হামলা একের পর এক রুখে দেওয়া হয়েছে একটাও প্রাণহানির ঘটনা ঘটেনি; সেটাই সবচেয়ে বড় সাফল্য।