আজকাল ওয়েবডেস্ক: প্রতিটি সময় যদি আমরা ট্রেন বা মেট্রো স্টেশনে যাই তাহলে আমরা দেখে থাকি স্টেশনের প্ল্যাটফর্মে হলুদ রঙের টাইল বসানো থাকে। কী কারণে এই হলুদ টাইল বসানো হয় সেটা জানলে অবাক হয়ে যাবেন।
এটা অনেকেই হয়তো জানেন না স্টেশনের প্ল্যাটফর্মে হলুদ রঙের টাইল বসানো থাকে। তবে কেন এই রং ব্যবহার করা হয় সেটা এবার জানার সময় এসেছে। আমার আপনার সকল রেল স্টেশন এবং মেট্রো স্টেশনে এই হলুদ টাইল বসানো থাকে। অনেকে মনে করেন টাইলে যে গ্রিপ তৈরি হয় তাতে হাটতে সুবিধা হয়। ফলে যদি কেউ দ্রুতগতিতে ট্রেন ধরার চেষ্টা করেন তাহলে তার অনেকটা সুবিধা হবে।
তবে আসল বিষয়টি কিন্তু একেবারে আলাদা। এই হলুদ টাইলগুলিকে বলা হয় ট্যাকটাইল টাইল। যারা চোখে কম দেখেন তারা হলুদ রঙকে অতি সহজে দেখতে পান। তারা যাতে রেলে চড়তে গিয়ে কোনও অসুবিধার মধ্যে না পড়েন সেটা নিশ্চিত করতেই এই হলুদ টাইল বসানো হয়েছে।
এই ধরণের টাইলের ব্যবহার প্রথম চালু করেছিল জাপান। তারা নিজেদের দেশের রেলওয়ে স্টেশনে এই হলুদ টাইল বসানো শুরু করে। ১৯৬৫ সাল থেকে জাপানে এই হলুদ টাইলের ব্যবহার করছে। এরপর থেকে গোটা বিশ্বে এই হলুদ টাইলের ব্যবহার ছড়িয়ে পড়ে।
এই হলুদ টাইলগুলিতে থাকে গোল গোল স্টপিং পয়েন্ট। এতে দ্রুত ট্রেনে ওঠা ব্যক্তিরা বিপদকে এড়িয়ে যেতে পারেন। এটির রং হলুদ থাকে বলে সূর্যের আলো বা অন্য কোনও আলোতে উজ্জ্বল দেখায়। ফলে যারা চোখে কম দেখেন তাদের পক্ষে এটি বিশেষ সুবিধা তৈরি করে থাকে।
হলুদ রঙের এমন একটি বিশেষত্ব রয়েছে যেখান থেকে এটিকে বহু দূর থেকে দেখা যায়। ফলে যদি কেউ চোখে কম দেখেন তাহলেও তিনি এই রঙটিকে অনেক দূর থেকে দেখতে পারবেন। রেলে ওঠার সময় এই রং তাকে বিশেষ সহায়তা করে থাকে।
