আজকাল ওয়েবডেস্ক: একটি বিয়ের আমন্ত্রণপত্রের সম্প্রতি সেটির নকশার নতুনত্বের জন্য ভাইরাল হয়েছে। যাঁদের সেই আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল সকলেই প্রথমে বিভ্রান্ত হয়ে পড়েন৷ প্রথম নজরে, অনেকে সেটিকে আধার কার্ডের হিসাবে ধরে নেন। পরে তাঁদের ভুল ভাঙে।
সম্প্রতি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি বিয়ের কার্ডের ছবি পোস্ট করা হয়েছে। পাত্রের নাম প্রহ্লাদ এবং পাত্রীর নাম বর্ষা। দু’জনেই মধ্যপ্রদেশের পিপারিয়া গ্রামের বাসিন্দা। ২০১৭ সালের ২২ জুন বিয়ে হয় তাঁদের। বিয়ে উপলক্ষে আধার কার্ডের নকশা অনুযায়ী বিয়ের কার্ড বানিয়েছিলেন তাঁরা।
আধার নম্বরের জায়গায় মোটা অক্ষরে তাঁদের বিয়ের তারিখ লেখা রয়েছে। আধার কার্ডে যেখানে ছবি লাগানো থাকে, সেখানে রয়েছে পাত্র এবং পাত্রীর গম্ভীর ছবি। দেখে মনে হচ্ছে, তাঁদের দু’জনের পাসপোর্ট ছবি জুড়ে দিয়ে লাগানো হয়েছে। পাত্র-পাত্রীর নাম থেকে শুরু করে ঠিকানা সব কিছুই লেখা রয়েছে সেই কার্ডে। সমাজমাধ্যমে বিয়ের এই অভিনব কার্ডের ছবি ভাইরাল হয়ে যায় দ্রুতই।
অনেকেই প্রশংসা করেছেন পাত্রপাত্রীর অভিনবত্বের। কিছুদিন আগেই ল্যাপটপের আকারের বিয়ের কার্ড ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। বিয়ের আমন্ত্রণপত্রগুলি দিন দিন সৃজনশীলতার ক্যানভাস হয়ে উঠেছে। বিয়ের কার্ড নিয়ে পরীক্ষানিরীক্ষার প্রবণতা দম্পতিদের জন্য তাঁদের বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তোলার একটি জনপ্রিয় উপায় হয়ে উঠছে।
