কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কয়েকদিন আগেই শেষ হয়েছে ৷ শীতের আবহে সিনেপ্রেমীদের জন্য ফের এক দুর্দান্ত খবর ৷ শুরু হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। নেপথ্য কারিগর হিসাবে থাকছে 'সিনে ব্রিজ'৷ এমন এক ইন্ডাস্ট্রি মার্কেট প্ল্যাটফর্ম, যা স্বাধীন নির্মাতা তথা পরিচালকজের স্বপ্নকে পরিণত করবে বাস্তবে। প্রায় ৩২টা দেশ অংশগ্রহণ করছে এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে৷ জানা গিয়েছে, ২৪ জানুয়ারি, রোটারি সদনে 'সিনে ব্রিজ'-এর নির্মাতারা সরাসরি যুক্ত হবেন ওটিটি প্ল্যাটফর্ম, প্রযোজক, বিনিয়োগকারী এবং শীর্ষস্থানীয় প্রোডাকশন হাউসের প্রতিনিধিদের সঙ্গে।
আইকেএসএফএফ ২০২৬ সগর্বে এই বছরের উৎসবে প্রদর্শনের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ছোট ছবিগুলোর একটি তালিকা ঘোষণা করছে। বিশ্বজুড়ে বিপুল অংশগ্রহণ এবং বিভিন্ন ফরম্যাটে অসাধারণ গল্প বলার নৈপুণ্যের সাক্ষী হয়ে থাকবে এই ফেস্টিভ্যাল। ইন্টারন্যাশনাল, ন্যাশনাল এবং বেঙ্গল ক্যাটেগরি থেকে নির্বাচিত নিম্নলিখিত শর্ট ফিল্মগুলোর তালিকা প্রকাশ পেল আজকাল ডট ইন-এ।
ইন্টারন্যাশনাল বিভাগ
ব্ল্যাক বেলুনস (ইজরায়েল) – পরিচালক: গাল আত্তিয়া
ট্রেজর দ্য ডগ (রাশিয়ান ফেডারেশন) – পরিচালক: ইলিয়া সেভেরভ
হাও টু কিল আ চিকেন (তাইওয়ান) – পরিচালক: চিয়াহসিন হিসেহ
গ্রে স্কাইজ (মার্কিন যুক্তরাষ্ট্র) – পরিচালক: উন্নী রাভ
রিলিফ (মেক্সিকো) – পরিচালক: জুয়ান ম্যানুয়েল গঞ্জালেজ ফার্নান্দেজ
ন্যাশনাল বিভাগ
রু বা রু (মুখোমুখি)– পরিচালক: কপিল তানোয়ার
ইকোজ অফ আস– পরিচালক: জো রাজন
আলমারি কা আচার– পরিচালক: রাকেশ রাওয়াত
বিয়ন্ড দ্য স্যান্ডস– পরিচালক: রণবীর আর রাজপুত
হাউ টু ইট বার্থডে কেক– পরিচালক: লেরন ডিসুজা
কেজড– পরিচালক: গৌরব চৌধুরী
বেঙ্গল বিভাগ
কবুল হ্যায়– পরিচালক: জয় গোরে
ইফ – পরিচালক: তথাগত ঘোষ
মিষ্টি– পরিচালক: রাজর্ষি ব্যানার্জি
উল্টো রাজার দেশে– পরিচালক: ঋষভ দত্ত
আ স্ট্রেঞ্জ ডার্কনেস– পরিচালক: পুরন্দর চৌধুরী
আইটিআই: দ্য বিগিনিং – পরিচালক: অভিষেক দে সরকার
কিং কর্তব্য– পরিচালক: সৌম্য মৈত্র
ঘি– পরিচালক: রোমি ব্যানার্জি
প্রসঙ্গত, এই আনুষ্ঠানিক নির্বাচনগুলোর পাশাপাশি, উৎসবটি শর্ট ডকুমেন্টারি, মিউজিক ভিডিও, পিএসএ (জনসাধারণের জন্য বার্তা), এবং বিজ্ঞাপন ফিল্মের একটি কিউরেটেড রেঞ্জও প্রদর্শন করবে, যা বৈচিত্র্যময় এবং সৃজনশীল দিকগুলোকে তুলে ধরবে।
