আজকাল ওয়েবডেস্ক: বর্ষা আসতেই চরম ভোগান্তি দেশজুড়ে। একাধিক রাজ্যে প্রাণহানির ঘটনাও অব্যাহত। জলমগ্ন দিল্লিতে রাস্তায় পা রাখতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন ৩৪ বছরের এক তরুণী। শনিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভজনপুরায়।

একটানা ভারি বৃষ্টিতে যমুনা বিহারের সি ব্লকে জল জমে গিয়েছিল। ওই গৃহবধূ বাজারে যাচ্ছিলেন। জমা জলা পা রাখতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তড়িঘড়ি করে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

এদিকে শনিবার রাতে টানা ভারি বৃষ্টিতে আবারও জলমগ্ন মুম্বই। রবিবার সকালে মুম্বই বিমানবন্দরের সামনে, আন্ধেরি সাবওয়ে, ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে জল জমে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। আজ মৌসম ভবন মুম্বইয়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। দুপুর সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাসের সতর্কতাও জারি করা হয়েছে। ভারি বৃষ্টিতে আরও দুর্ভোগ বাড়তে পারে বাণিজ্য নগরীতে।