আজকাল ওয়েবডেস্ক: বলেন নাড়ু গোপাল, আদতে তা কৃষ্ণের মূর্তি। এক বছর কৃষ্ণপ্রেমে মগ্ন থাকার পর বড় সিদ্ধান্ত তরুণীর। পেশায় নার্স তরুণী বিয়ে করলেন কৃষ্ণ মূর্তিকেই। সেই বিয়ের অনুষ্ঠানও ছিল নজরকাড়া।
ইতিমধ্যে অন্যরকমের এই বিয়ে নজর কেড়েছে সকলের। এমনকী এর চর্চা শুধুমাত্র বৃন্দাবনে থেমে নেই, তা ছড়িয়ে পড়েছে নানা প্রান্তে। সমস্ত আচার অনুষ্ঠান মেনে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই বিয়ের নিয়ম কানুন সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।
বৃন্দাবনের হরে কৃষ্ণ ধামে বিয়ের অনুষ্ঠানটি হয়। স্বাভাবিকভাবেই এই বিয়েতে সকলের নজর ছিল ‘পাত্র’-র দিকে। ৩৪ বছরের এই তরুণী বর হিসাবে বেছে নেন কৃষ্ণের মূর্তিকে। ওই তরুণী বৃন্দাবনের বাসিন্দা। মা বাবার সঙ্গে সেখানে থাকেন তিনি।
তরুণীর গুরু ডাক্তার গৌতমের হাত ধরে বিয়ের অনুষ্ঠানের কাজ শুরু হয়েছিল। এই বিশেষ বিয়ে-পর্ব শেষে নার্স জ্যোতি হয় মীরা।
তরুণী নিজে কী বলছেন এই চর্চিত বিয়ে নিয়ে? জানিয়েছেন , 'তাঁর স্বপ্ন সত্যি হয়েছে।' তরুণীর বাবা বিবেকানন্দ জি মহারাজ আনন্দ প্রকাশ করে বলেন, 'প্রত্যেকেই তাঁর জীবনে বিয়ে করে থাকেন। আমার মেয়ে সকলের রক্ষণাবেক্ষণকারীর আশ্রয়ে পৌঁছেছে এবং তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে।'
