আজকাল ওয়েবডেস্ক: পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমারা সকলেই খুঁতখুঁতে। বিশেষ করে খাবার নিয়ে। ট্রেনে সফরকালে আমরা সকলেই চা খেয়ে থাকি। সেই চায়ের কেটলি কোথায় পরিষ্কার করা হয় তা আমরা খোঁজ নিয়েও দেখি না। কিন্তু যদি দেখা যায় ট্রেনের শৌচাগারেই সেই কেটলি ধোয়া হচ্ছে তা হলে কী করবেন? ট্রেনের কামরায় বিক্রি করতে আসা চা খাবেন কি আর? এই রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি ট্রেনের টয়লেটের ভেতরে জেট স্প্রে ব্যবহার করে একটি চায়ের কেটলিটি রগড়ে রগড়ে ধুচ্ছেন। যা নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। ইনস্টাগ্রামের একজন ব্যবহারকারী তাঁর হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, লোকটি ট্রেনের টয়লেটের ভেতরে দাঁড়িয়ে চায়ের পাত্রটি ধরে তার উপর জেট স্প্রে দিয়ে জল ছিটিয়ে সেটিকে পরিষ্কার করছেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ayub (@yt_ayubvlogger23)
এখনও পর্যন্ত আট কোটিরও বেশি বার ভিডিওটি দেখা হয়ে গিয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "ইয়ার্কি হচ্ছে না কি?" অন্যজন লিখেছেন, "মানুষের ঈশ্বরকে ভয় করা উচিত।" তৃতীয় একজন ব্যবহারকারী বলেছেন, "আপনি একজন বিক্রেতার কাছ থেকে বিশ্বাস করে চা-ও পান করতে পারবেন না?" অনেক ব্যবহারকারী উল্লেখ করেছেন যে, ব্যক্তিটি কতটা ভয়ডরহীন ভাবে ভিডিওটি তৈরি করেছেন। সকেলই ওই ব্যক্তির নিন্দা করেছেন। অনেকে গণপরিবহনে স্বাস্থ্যবিধি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন।