আজকাল ওয়েবডেস্ক: বন্দে ভারত এক্সপ্রেস দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন। তবে এই ট্রেনে চড়ার জন্য আর দীর্ঘক্ষণ আগেই টিকিট কাটতে হবে না। এবার থেকে ট্রেন ছাড়ার মাত্র ১৫ মিনিট আগেও মিলবে টিকিট। শুধু তাই নয়, ট্রেন ছেড়ে যাওয়ার পরেও যদি কোনও সিট ফাঁকা থাকে, তা হলে সেটিও অনলাইনে বুক করা যাচ্ছে। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এমন অভিনব রিজার্ভেশন ব্যবস্থা চালু করেছে দক্ষিণ রেলওয়ে। একটি সরকারি বিবৃতি অনুসারে, জোনাল রেলওয়ে পরিচালিত আটটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে গত বৃহস্পতিবার থেকে নতুন ব্যবস্থা কার্যকর হয়েছে।
নতুন এই রিজার্ভেশন ব্যবস্থা কীভাবে কার্যকর হচ্ছে ?
বর্তমানে, বন্দে ভারত ট্রেনটি ছাড়ার পরে অনলাইন বুকিং অনুমোদিত নয়। উদাহরণস্বরূপ, চেন্নাই এগমোর-নাগেরকোয়েল বন্দে ভারত এক্সপ্রেসে তিরুচি থেকে নাগেরকোয়েল ভ্রমণকারী যাত্রীরা আগে দ্বিতীয় চার্ট প্রস্তুতির আগে টিকিট বুক করতে পারতেন। কিন্তু এবার সেই নিয়মের বদল ঘটেছে।
রেলের এক কর্তার কথায়, ধরুন, কোনও বন্দে ভারত এক্সপ্রেস সকাল ৫টায় চেন্নাই এগমোর স্টেশন থেকে ছাড়বে। সেই ক্ষেত্রে ওই স্টেশন থেকেই ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে অর্থাৎ ৪.৪৫ পর্যন্ত কাটা যাবে টিকিট।
আরও পড়ুন- জলের নিচেই আসল মজা! জানতে হলে আপনাকে দুবাই যেতেই হবে, রইল ভিডিও
সংশোধিত ব্যবস্থার অধীনে, চেন্নাই এগমোর থেকে ট্রেন ছাড়ার পরে যে কোনও খালি আসন অবশিষ্ট থাকলে তা ট্রেনের স্টেশনগুলির জন্য অনলাইন বুকিং সিস্টেমে উপলব্ধ করা হবে। ট্রেনটি সকাল ৯ টায় তিরুচিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে, আসনের প্রাপ্যতা সাপেক্ষে সেখান থেকে যাত্রীরা এখন সকাল ৮.৪৫ পর্যন্ত অনলাইনে টিকিট বুক করতে পারবেন।
আগে এই সুবিধা থাকত না। সেকেন্ড চার্ট তৈরি হওয়ার পর আর টিকিট কাটার সুযোগ থাকত না।
কোন কোন বন্দে ভারতে এই সুবিধা?
১. চেন্নাই সেন্ট্রাল – বিজয়ওয়াড়া বন্দে ভারত এক্সপ্রেস
২. চেন্নাই এগমোর – নাগেরকোলি বন্দে ভারত এক্সপ্রেস
৩. কোয়েম্বাটুর – বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট বন্দে ভারত এক্সপ্রেস
৪. ম্যাঙ্গালুরু সেন্ট্রাল – তিরুঅনন্তপুরম বন্দে ভারত এক্সপ্রেস
৫. ম্যাঙ্গালুরু সেন্ট্রাল – মাদগাঁও বন্দে ভারত এক্সপ্রেস
বিবৃতিতে বলা হয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে, মধ্যবর্তী স্টেশনগুলিতে বর্তমান বুকিংয়ের জন্য খালি আসনগুলি উপলব্ধ থাকবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এই সুবিধা অন্যান্য বন্দে ভারত ট্রেনেও চালুর পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন- ভারত-পাক সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে', ফের চাঞ্চল্যকর দাবি মোদির 'বন্ধু ট্রাম্পের
