আজকাল ওয়েবডেস্ক: আপনি ঝাঁপ দিতেই পারেন বিশ্বের সবথেকে গভীর সুইমিং পুলে। তবে তার আগে থাকতে হবে মনের জোর। তাহলেই আপনি এর গভীরতার আনন্দ নিতে পারবেন। এমনিতেই দুবাই সকলের কাছে একটি বিরাট জায়গা। সেখানে গেলে নানা ধরণের চমকপ্রদ ঘটনা সকলের জন্য অপেক্ষা করে থাকে। এবারেও তার ব্যতিক্রম হল না।
যদি আপনার মনে সাহস থাকে তাহলে আপনি দুবাইয়ের এই গভীর সুইমিং পুলে ঝাঁপ দিতেই পারেন। এর গভীরতা দেখে তারপর বুঝতে পারবেন কোথায় এসেছেন আপনি। দুবাইয়ের এই সুইমিং পুলের গভীরতা ৬০ মিটার। এটিকে সেভাবেই তৈরি করা হয়েছে। এর গভীরে গেলেই আপনি পাবেন অন্য একটি জগত। সেখানে থাকবে নানান কাজ করা দেওয়াল, তৈরি করা থাকার ঘর, রয়েছে দাবা খেলার জায়গা, জলের নিচে যারা বাইক চালাতে পছন্দ করেন তারাও এখানে এসে মনের সেই ইচ্ছা পূরণ করে নিতে পারেন। এখানে জলের নিচে রয়েছে পুল টেবিল। সেখানে নেমে পুল খেলতে কোনও অসুবিধা হবে না।
এই ২০০ ফুটের গভীর সুইমিং পুলটিতে টানা ৪১ দিন ধরে থাকা যাবে। জলের নিচে রয়েছে প্রচুর অক্সিজেন। এটি ২০২১ সাল থেকে তৈরি করা শুরু হয়েছিল। এরপর যখন এটি তৈরি হয় তখন এটি বিশ্বের সবথেকে গভীর সুইমিং পুলের তকমা পায়।
সম্প্রতি এই সুইমিং পুলের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাহলে কী এখানে যেতে আপনি তৈরি। তবে যারা এই গভীর পুলে যেতে ভয় পাচ্ছেন তারা এখানে ডুব দেওয়ার আগে খানিকটা হলেও প্রশিক্ষণ নিতে পারেন। সেখানে আপনাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তিরা রয়েছেন।
An entire world awaits you at Deep Dive Dubai the world’s deepest pool, with a depth of 60 meters (196 feet) #Dubai pic.twitter.com/GCQwxlW18N
— Hamdan bin Mohammed (@HamdanMohammed)Tweet by @HamdanMohammed
যারা ভাল সাঁতার জানেন তাদের কাছে এটি স্বর্গের সমান। এর নিচে ডুবন্ত একটি শহর রয়েছে। এটিকে নকলভাবে তৈরি করা হয়েছে যা সকলের মন কেড়ে নেবে।
এবার বলি আসল কথা। এখানে জলের নিচে যেতে হলে আপনাকে ঘন্টায় দিতে হবে ২১৭ থেকে ৪৩৫ ডলার। এই টাকা খরচ করলেই আপনি অতি সহজেই জলের নিচে ঘন্টার পর ঘন্টা থাকতে পারবেন। সেখানে কোনও সমস্যা হবে না।
আরও পড়ুন: মিউচুয়াল ফান্ড হবে আরও আকর্ষণীয়, কোন প্রস্তাব রাখল সেবি
সুইমিং পুলটি যেন আস্ত একটি ডুবন্ত শহর। দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মহাম্মদ বিন রশিদ আল মাখতুম পুলটির একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় আপলোড করেছেন। তিনি লিখেছেন, ‘বিশ্বের গভীরতম পুল ডিপ ডাইভ দুবাইয়ে ৬০ মিটার গভীরতায় আপনার জন্য অপেক্ষা করছে একটি পুরো পৃথিবী। ভিডিওতে দেখা গেছে ডাইভাররা জলের নিচে ডুবন্ত গাছ, বাথরুম, লাইব্রেরিসহ বিভিন্ন খেলার সরঞ্জাম ঘুরে দেখছেন।
ডিপ ডাইভ দুবাই জানিয়েছে, তাদের পুলে এক কোটি ৪০ লাখ লিটার বিশুদ্ধ জল রয়েছে। যা অলিম্পিক সুইমিং পুলের চেয়ে ছয়গুণ বেশি। জলে তাপমাত্রা রাখা হয় ৩০ ডিগ্রি সেলসিয়াস।
পেশাজীবী এবং নবীন ডাইভাররা পুলটিতে নেমে পরিত্যক্ত একটি ডুবন্ত শহরের অভিজ্ঞতা নিতে পারবেন। বর্তমানে কেবল আমন্ত্রিতদের জন্যই পুলটি খুলে দেওয়া হয়েছে। এই বছরের শেষ দিকে তা সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে।
