আজকাল ওয়েবডেস্ক: বেঁচে আছেন রোগী, অথচ কাগজে-কলমে তাঁকে ‘মৃত’ ঘোষণা করে ময়নাতদন্তের তোড়জোড় শুরু করে দিয়েছিল হাসপাতাল! উত্তরপ্রদেশের কানপুরের লালা লাজপত রাই হাসপাতালে এই চরম গাফিলতির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় এক জুনিয়র ডাক্তার ও এক নার্স-সহ তিনজনকে সাসপেন্ড করা হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, ১২ নম্বর মেডিসিন ওয়ার্ডের পাশাপাশি দুটি বেডে দুই রোগী ভর্তি ছিলেন। ৪২ নম্বর বেডে বিনোদ এবং ৪৩ নম্বর বেডে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধ। শনিবার ওই বৃদ্ধের মৃত্যু হয়। কিন্তু অভিযোগ, কর্তব্যরত জুনিয়র ডাক্তার ভুল করে বিনোদের ফাইলে সই করে তাঁকে মৃত ঘোষণা করে দেন।

বিপত্তি বাধে সন্ধ্যাবেলা। নিয়ম মেনে ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিতে যখন পুলিশ আসে, তখন দেখা যায় বিনোদ দিব্যি বেঁচে আছেন! এই ঘটনায় পুলিশকর্মীরাও তাজ্জব হয়ে যান। জানাজানি হতেই হাসপাতাল জুড়ে আতঙ্ক ও উত্তেজনা ছড়ায়। তড়িঘড়ি ওয়ার্ডে পৌঁছান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সঞ্জয় কালা ও সুপার রাকেশ সিং। জানা গিয়েছে, অভিযুক্ত জুনিয়র ডাক্তার নিজের ভুল স্বীকার করে নিয়েছেন।

গণেশ শঙ্কর বিদ্যার্থী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সঞ্জয় কালা বলেন, "একটি তিন সদস্যের তদন্ত কমিটি গড়া হয়েছে। তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।"

পুলিশ জানিয়েছে, নথিপত্র সংশোধন করে মৃত বৃদ্ধের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অন্য দিকে, বিনোদের পরিবারকে খবর দেওয়া হলে তাঁরা হাসপাতালে আসেন। কিন্তু বিনোদকে জীবিত দেখার পর বাড়ি নিয়ে যেতে অস্বীকার করে তাঁরা সেখান থেকে চলে যান বলে অভিযোগ। বর্তমানে হাসপাতালেই বিনোদের চিকিৎসা চলছে। তাঁর অবস্থা স্থিতিশীল।