আজকাল ওয়েবডেস্ক: ভর সন্ধ্যায় ফাঁকা বাড়ি। কাজে ব্যস্ত যুবক। কাজ সেরে বাড়ি ফেরার পরেই ঘটল বিপত্তি। ঘরের দরজা খুলে ঢুকতেই, দৃশ্য দেখে ঠকঠক করে কাঁপতে থাকেন তিনি। তাঁর ঘরেই উদ্দাম যৌনতায় মেতে উঠেছিলেন স্ত্রী ও তাঁর প্রেমিকা। বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে আগেই সন্দেহ হয়েছিল। এবার হাতেনাতে ধরার পর রীতিমতো হতবাক হয়ে যান তিনি। শেষমেশ তাঁর হল ভয়ঙ্কর পরিণতি। সেই সময়েই স্বামীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা স্ত্রীর। স্বামীকে এলোপাথাড়ি ছুরির কোপ মেরেই পালিয়ে গেল সে‌। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন স্বামী। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের মুজাফফরনগরে ঘটনাটি ঘটেছে। ওইদিন সন্ধ্যায় এক যুবককে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারেন তাঁর স্ত্রী। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক। 

 

এদিকে পুলিশকে আসিফ নামের ওই আহত যুবক অভিযোগ জানিয়েছেন, সেদিন সন্ধ্যায় ফাঁকা বাড়িতে প্রেমিকের সঙ্গে স্ত্রী সায়রাকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। এরপরই তাঁর উপর হামলা করেন সায়রা। বচসার মাঝেই ছুরি দিয়ে কোপ মারেন। যদিও পুলিশের ধারণা, যুবক নিত্যদিন মদ্যপান করেন। তা ঘিরে দু'জনের মধ্যে কলহ চরম পর্যায়ে পৌঁছয়। এর জেরেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দম্পতি। অবশেষে আসিফকে ছুরির কোপ মারেন সায়রা। 

 

আরও পড়ুন: 'মা গঙ্গা ঘরে চলে এসেছে', বন্যায় বুক সমান জলে দাঁড়িয়ে প্রার্থনায় মগ্ন পুলিশ! দুধ, ফুল দিয়ে পুজোও করলেন

 

পুলিশের কাছে আসিফ আরও অভিযোগ জানিয়ে বলেছেন, শনিবার সন্ধ্যায় খাবার কিনে তিনি বাড়িতে পৌঁছন। ঘরের দরজা খুলেই প্রেমিকের সঙ্গে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। আসিফ এও জানিয়েছেন, চার বছর আগে সায়রার সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। দেড় বছর ধরে সৌদি আরবে কর্মসূত্রে থাকেন তিনি। তাঁদের কোনও সন্তান নেই। বিয়ের পর থেকে অন্তঃসত্ত্বা না হওয়ার জন্য ওষুধ খান সায়রা। 

 

গত মাসের ১০ তারিখে তিনি বাড়িতে ছুটি কাটাতে আসেন। কিন্তু বাড়ি ফিরেই জানতে পারেন, স্ত্রী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। সেদিন সন্ধ্যায় প্রেমিকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলেন। তখনই ছুটে পালিয়ে যান স্ত্রীর প্রেমিক। অন্যদিকে ধারালো ছুরি নিয়ে হামলা করেন স্ত্রী। শরীরের তিন জায়গায় ছুরির কোপ মারেন সায়রা। বুকে, হাতে ও পিঠে গুরুতর চোট পেয়েছেন তিনি। 

 

আসিফের চিৎকার শুনেই প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরাই তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি‌। এই ঘটনার পর হাসপাতালে ছুটে আসে পুলিশ।‌‌ আসিফের সঙ্গে কথা বলার পর পুলিশ জানিয়েছে, এই ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে।‌ যদিও প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, নিত্যদিন মদ্যপানকে কেন্দ্র করে দম্পতির মধ্যে বচসা হয়েছিল। তার জেরেই স্বামীর উপর হামলা করেন স্ত্রী। 

 

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাটির মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। আহত যুবক হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্ত্রী সায়রা পলাতক। অভিযুক্ত স্ত্রীর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে।