আজকাল ওয়েবডেস্ক: বন্যায় ডুবেছে বাড়ি, ঘর। ভেসে গেছে আসবাবপত্র, প্রয়োজনীয় সামগ্রী। অস্থায়ী শিবিরে ঠাঁই নিয়েছে পরিবার। এদিকে বন্যায় ঘর ডুবে যাওয়ায় ভ্রুক্ষেপ নেই পুলিশ আধিকারিকের! ঘরের মধ্যে বুক সমান জলে দাঁড়িয়েও তিনি পুজো দিতে ব্যস্ত! কারণ? তাঁর ধারণা, এটি সাধারণ বন্যার জল নয়। গঙ্গার জল ঢুকে পড়েছে ঘরের মধ্যে।
গঙ্গার জলে দাঁড়িয়ে তাই পুজো করতে ব্যস্ত পুলিশ আধিকারিক। বুক সমান জলে দাঁড়িয়ে, বন্যার জলে ফুল, দুধ ঢেলে পুজো প্রার্থনা করতে দেখা গিয়েছে তাঁকে। এমনকী পুলিশের পোশাকেও তাঁকে পুজো করতে দেখা গিয়েছে। সেই মুহূর্তের একাধিক ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যা দেখেই পুলিশের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকেই হেসে লুটোপুটি খান।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। গত কয়েক সপ্তাহে প্রবল বৃষ্টির জেরে উত্তর ভারতের রাজ্যে রাজ্যে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। দিল্লি সহ অধিকাংশ রাজ্যের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। ধস, বন্যা, হড়পা বানে বিপর্যস্ত উত্তর ভারতের একাধিক রাজ্য।
ভারী বৃষ্টির জেরে জলমগ্ন উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা। কয়েকটি গ্রামে বন্যা পরিস্থিতিও রয়েছে। এই পরিস্থিতিতে দুশ্চিন্তায় ভুগতে দেখা গেল না চন্দ্রদ্বীপ নিশাদ নামের এক পুলিশকে। বরং নিজের বাড়ি, ঘর বন্যার জলে ডুবে যাওয়ায়, তিনি সেটি ভগবানের আশীর্বাদ বলেই মনে করছেন। চন্দ্রদ্বীপের ধারণা, গঙ্গা নিজে থেকেই বাড়িতে ঢুকে পড়েছে। তাই তাকে পুজো করাই উচিত।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে পুলিশ আধিকারিক চন্দ্রদ্বীপ নিশাদ লিখেছেন, 'আজ সকালে ডিউটিতে চলে যাওয়ার পর মা গঙ্গা নিজে থেকেই আমার বাড়িতে এসেছে। বাড়ির দোরগোড়ায় মা গঙ্গার পুজো করে আশীর্বাদ চাইছি। জয় মা গঙ্গা!' ভিডিওতে পুলিশের ইউনিফর্মে দেখা গেছে তাঁকে। বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে হাতে ফুল, দুধ নিয়ে বন্যার জলকে গঙ্গার জল ভেবে পুজো করেন তিনি।
আরেকটি ভিডিওতে দেখা গেছে, ঘরের মধ্যে বুক সমান জলে দাঁড়িয়ে তিনি। সেই ঘরটিও বন্যা কবলিত। সেই জলে দাঁড়িয়ে 'মা গঙ্গা' 'মা গঙ্গা' বলে চিৎকার করে পুজো করছেন পুলিশ আধিকারিক। বন্যার জলকে সাধারণ জল হিসেবে ভাবতে তিনি একেবারেই নারাজ। পরিবার দুশ্চিন্তায় ভুগলেও, বন্যায় দাঁড়িয়ে পুজো করতেই ব্যস্ত তিনি।
