আজকাল ওয়েবডেস্ক: যৌনতায় মত্ত দু'জনে। ঘনিষ্ঠ মুহূর্তে হঠাৎ প্রেমিকের দু'হাত বেঁধে, গলা টিপে ধরল যুবতী। সেই মুহূর্তেই প্রেমিককে খুন করল সে। খুনের দু'দিন পর পুলিশের জালে ঘাতক যুবতী। পুলিশি জেরায় স্বীকার করল, নিত্যদিনের হুমকি থেকে বাঁচতেই পরিকল্পনামাফিক প্রেমিককে খুন করেছে সে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সি যুবতীর স্বামী ও দুই সন্তান রয়েছে। যুবতী জানিয়েছে, ইকবাল নামের যুবক জারদৌসি শিল্পী ছিলেন। মাস কয়েক আগে তার গ্রামের বাড়িতে একদিন আসেন। গল্প করতে করতে ফোন নম্বর দেওয়া-নেওয়া হয়। তারপর ফোনে প্রায়ই কথা হত দু'জনের মধ্যে।
হঠাৎ একদিন ইকবাল তাঁর বাড়িতে দেখা করতে বলেন। যুবতী যেতেই, যৌনতার জন্য জোরাজুরি শুরু করেন ইকবাল। তাঁর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত না হলে, ফোনের সমস্ত রেকর্ড স্বামীর কাছে ফাঁস করে দেবেন বলে ব্ল্যাকমেল করতেন। যুবতী জানিয়েছে, শুধুমাত্র সংসার বাঁচাতে, ব্ল্যাকমেলের জন্য শারীরিক সম্পর্কে লিপ্ত হত সে।
বুধবার যুবতী জানতে পারে, ইকবালের বাড়িতে স্ত্রী নেই। সেদিনও বাড়িতে দেখা করতে বলেন যুবক। ইকবালের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে স্বামীকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। এরপর গভীর রাতে ইকবালের সঙ্গে দেখা করে। যৌনতায় লিপ্ত হওয়ার সময় তাঁর গলা টিপে খুন করে সে। তারপর সিঁড়িতে দেহ রেখে পালিয়ে যায়। এই ঘটনার দু'দিন পর গ্রেপ্তার হয়েছে যুবতী।
