আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ বছরের অপেক্ষার অবসান। অবশেষে দল পেলেন সরফরাজ খান। প্রথম রাউন্ডে অবিক্রিত ছিলেন। কিন্তু পরবর্তী পর্বে তাঁকে কেনে চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার আইপিএলের মিনি নিলামে দল পাওয়ার পর হৃদয় বিদারক বার্তা পোস্ট করলেন সরফরাজ খান। বেস প্রাইজ ৭৫ লক্ষে তাঁকে কেনে। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে সরফরাজ। নিলামের কয়েকঘণ্টা আগে আরও একবার নিজেকে মেলে ধরেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২২ বলে ৭৩ রান করেন। প্রথম কয়েক রাউন্ডে অবিক্রিত থাকার পর শেষপর্যন্ত তাঁকে নেয় চেন্নাই সুপার কিংস।
সিএসকেতে সুযোগ পাওয়ার পর নিজের ইনস্টাগ্রামে বার্তা দেন সরফরাজ। তাঁর ক্রিকেট জীবনকে নতুন দিশা দেখানোর জন্য চেন্নাইকে ধন্যবাদ জানান। ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওর ক্যাপশনে লেখেন, 'আমাকে নতুন জীবন দেওয়ার জন্য সিএসকেকে অসংখ্য ধন্যবাদ।' ২০২৩ সালে শেষবার আইপিএল খেলেন সরফরাজ। দিল্লির হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলেন। চলতি মুস্তাক আলি ট্রফিতে দারুণ ছন্দে আছেন ডানহাতি ব্যাটার। ছয় ইনিংসে ২৫৬ রান করেন। গড় ৬৪। স্ট্রাইক রেট ১৮২.৮৫। কার্তিক শর্মা এবং প্রশান্ত বীরকে ১৪.২০ কোটি টাকা দিয়ে কেনে চেন্নাই। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী আনক্যাপড প্লেয়ারের রেকর্ড করেন এই দুই তারকা। পাঁচবারের চ্যাম্পিয়নরা ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেনকে ২ কোটি টাকার বেস প্রাইজে কেনে। এছাড়াও নিলামে ম্যাট হেনরি এবং রাহুল চাহারকে নেয় চেন্নাই।
সরফরাজ মোটা। জোরে দৌড়তে পারেন না। শরীর ভর্তি মেদ। ঘরোয়া ক্রিকেটে ঝুরি ঝুরি রান করেও জাতীয় নির্বাচকদের মন জিততে পারেননি সরফরাজ। জাতীয় দলে বিক্ষিপ্ত ভাবে সুযোগ পেয়েছেন। যেটুকু সুযোগ পেয়েছেন, রান করেছেন। তবু অজিত আগরকারদের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলে জায়গা পাননি। মুম্বইয়ের ব্যাটারের ফিটনেস নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তাতেই পিছিয়ে পড়েছেন লাল বলের ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল ব্যাটার।সরফরাজ আর পিছিয়ে থাকতে রাজি নন। ফিটনেস নিয়ে যাবতীয় আশঙ্কার অবসান ঘটাতে চান। তাই গত কয়েক মাসে ঝরিয়ে ফেলেছেন ১৭ কেজি। সমান তালে চলছে জিম, ফিটনেস ট্রেনিং। সোশ্যাল মিডিয়ায় নতুন চেহারার ছবি পোস্ট করেছেন তিনি। তাঁর ছবি ভাইরাল হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কয়েক মাসে নিজেকে এতটাই বদলে ফেলেছেন, এক ঝলকে চেনাই দায়!
