আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরপ্রদেশে।যাত্রীবাহী ভ্যানে সজোরে ধাক্কা বেপরোয়া বাসের। দুর্ঘটনায় প্রথমে ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। শনিবার চিকিৎসা চলাকালীন আরও এক শিশু ও নাবালকের মৃত্যু হয়েছে। শনিবার পর্যন্ত মৃত বেড়ে ১৭ জন। গুরুতর আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন ১৬ জন। 

 

হাথরাসের জেলা শাসক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে ৯৩ নম্বর জাতীয় সড়কে। ভ্যানটি হাথরাস থেকে আগ্রার দিকে যাচ্ছিল। আগ্রা-আলিগড় জাতীয় সড়কে ওভারটেক করতে গিয়ে আচমকা দ্রুত গতির বাসটি ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে। রাস্তার একধারে উল্টে পড়ে ভ্যানটি। তাতে চাপা পড়ে প্রথমে ১৫ জনের মৃত্যু হয়েছিল। মৃতদের মধ্যে চারজন মহিলা, অধিকাংশ শিশু ছিল। আহত অবস্থায় বাকিদের আলিগড়ের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আজ আরও দুইজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন ১৬ জনের মধ্যে ১১ জন হাথরাসে, বাকি পাঁচজন আলিগড়ে রয়েছেন। 

 

উত্তরপ্রদেশে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবার পিছু দুই লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। দ্রুত তদন্ত প্রক্রিয়া চালিয়ে দোষীদের গ্রেপ্তার করা হবে।