আজকাল ওয়েবডেস্ক: 'বন্ধু' ট্রাম্প ফের কুর্সিতে। সুদিনের স্বপ্ন দেখেছিল মোদির ভারত। কিন্তু, সে সব আশায় জল। এখন প্রধানমন্ত্রী মোদির 'বন্ধু' ট্রাম্পই ভারতের কাছে যেন সব থেকে বড় দুঃস্বপ্ন। ট্রাম্প এখন ভারতীয়দের কাছে বড় 'খলনায়ক'। এই পরিস্থিতিতে গুজরাটের ভদোদরার একটি সরকারি বাংলোর উপরে লাগানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হোডিং কর্তৃপক্ষ সরিয়ে ফেলল।

সোশ্যাল মিডিয়ার খবর অনুসারে, মকরপুরা পুলিশের আওতাধীন সর্দার সোসাইটির একটি বাংলোর উপরে ব্যানারটি লাগানো হয়েছিল। ওই সংস্থার স্থানীয় কংগ্রেস সদস্য জিতেন্দ্র সোলাঙ্কির অভিযোগের ভিত্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যানার কর্তৃপক্ষ সরিয়ে ফেলেছে।

সিধ্বাই মাতা রোডের কাছে লাগানো ব্যানারটি কংগ্রেস নেতা সোলাঙ্কির নজরে আসে। যার ফলে তিনি পুলিশকে তিনি সতর্ক করেন। দেরি করেনি পুলিশ প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে ওই হোডিং খুলে ফেলা হয়।

কী লেখা ছিল ওই হোডিংয়ে? ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট্রের কুর্সিতে বসতেই মোদির রাজ্য গুজরাটের ভাদোদরায় হোডিং দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়েছিল। ট্রাম্পকে সিংহের সঙ্গে তুলনা করা হয়েছিল। লেখা ছিল, 'সিংহ ফিরে এসেছেন।' সেখানে একটি মার্কিন পতাকাও ওড়ানো ছিল। সবই খুলে ফেলা হয়েছে।

?ref_src=twsrc%5Etfw">August 7, 2025

ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তের আলোকে এই পদক্ষেপ বেশ ইঙ্গিতবাহী।

কংগ্রেস নেতা সোলাঙ্কি বলেছেন, "একজন সচেতন নাগরিক হিসেবে, আমি বিশ্বাস করি দেশ সবার আগে। তাই আমি এই ব্যানার প্রদর্শনের বিরুদ্ধে পদক্ষেপ করেছি।" 

গত সপ্তাহে, ট্রাম্প ভারতের উপর ২৫ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন। এই শুল্ক ৭ অগাস্ট থেকে কার্যকর হয়েছে।

এর পরও মার্কিন প্রেসিডেন্ট বুধবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন নয়াদিল্লি রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। যার ফলে মোট শুল্ক ৫০ শতাংশে পৌঁছেছে, যা বিশ্বের যেকোনও দেশের উপর আমেরিকার তরফে আরোপিত সর্বোচ্চ শুল্ক। অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক ২১ দিন পর থেকে বা ২৭ অগাস্টের পরে কার্যকর হবে।

আরও পড়ুন-  নজিরবিহীন, 'গুন্ডা' ট্রাম্পকে বিঁধলেন চীনা রাষ্ট্রদূত, ভারতের উপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক আরোপের নিন্দা

এদিকে, একজন বিশিষ্ট আমেরিকান কংগ্রেস সদস্য ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ পদক্ষেপকে "শুল্ক উন্মাদনা" বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে, এই পদক্ষেপটি বছরের পর বছর একটি শক্তিশালী মার্কিন-ভারত অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে অন্তরায় হবে।

প্রতিনিধি গ্রেগরি মিকস, একজন ডেমোক্র্যাট এবং হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র‍্যাঙ্কিং সদস্য ডেমস, বৃহস্পতিবার বলেছেন যে- ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের "গভীর কৌশলগত, অর্থনৈতিক এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক" রয়েছে। মিকস একটি এক্স পোস্টে লিখেছেন, "ট্রাম্পের সর্বশেষ শুল্ক উন্মাদনা একটি শক্তিশালী মার্কিন-ভারত অংশীদারিত্ব গড়ে তোলার জন্য বছরের পর বছর সতর্ক কাজের ঝুঁকি তৈরি করে।"