আজকাল ওয়েবডেস্ক: এক কথায় নজিরবিহীন। ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্পের আমেরিকা। এহেন পরিস্থিতিতে গোটা বিশ্বকে খানিকটা চমকে দিয়েই ভারতের পাশে দাঁড়াল বেজিং। নয়াদিল্লিতে নিযুক্ত চিনের রাষ্ট্রদূত জু ফেইহং এক্স হ্যান্ডলে নাম না করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'গুন্ডা' বলে কটাক্ষ করলেন।
চিনের রাষ্ট্রদূত জু ফেইহং এক্স বার্তায় লিখেছেন, 'গুন্ডাকে এক ইঞ্চি জায়গা দিলে মাইলকে মাইল দখল করে নেবে।' সেই সঙ্গেই ট্রাম্পের আমেরিকা নিয়ে চীনের বিদেশমন্ত্রীর বক্তব্যও তুলে ধরেন চীনা রাষ্ট্রদূত। তাঁর পোস্টে লেখা রয়েছে, 'শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্য দেশগুলিকে অবদমন করতে চাইলে তা রাষ্ট্রসংঘের বাণিজ্য নীতির পরিপন্থী হবে। এটা দীর্ঘস্থায়ী হতে পারে না।'
Give the bully an inch, he will take a mile. pic.twitter.com/IMdIM9u1nd
— Xu Feihong (@China_Amb_India)Tweet by @China_Amb_India
ট্রাম্পের নেতৃত্বে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরকারী প্রথম দেশগুলির মধ্যে ভারত থাকবে বলে আশা করা হয়েছিল, কিন্তু ভারতের বিশাল কৃষি ও দুগ্ধ খাতের বাজার খুলে দেওয়া এবং রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে মতবিরোধের কারণে পাঁচ দফা আলোচনার পর বাণিজ্য চুক্তি আলোচনা ভেস্তে যায়। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত দিল্লির সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আরও কোনও কথা এগোবে না।
তবে, ভারতও দমবার পাত্র নয়। কৃষি ও কৃষখ স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনও বাণিজ্য চুক্তি হবে না বলে সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এ জন্য তাঁকে ব্যক্তিগত মূল্য চোকাতে হলেও তিনি পিছপা হবেন না বলে ঘোষণা করে দিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক যুদ্ধে জড়িয়ে পড়েছিল। মার্কিন পণ্য আমদানিতে আমেরিকা ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধি করেছিল। তবে, চীন শুল্ক ১২৫ শতাংশে সীমাবদ্ধ রেখে বলেছিল, "আমেরিকা যদি আরও উচ্চ হারে শুল্ক বৃদ্ধি করে, তবুও তা অর্থনৈতিকভাবে অর্থহীন হবে এবং শেষ পর্যন্ত বিশ্ব অর্থনীতির ইতিহাসে হাসির পাত্র হয়ে উঠবে।"
এরপর অবশ্য সেই শুল্ক এখনও কার্যকর করেননি ট্রাম্প। এসবের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প এই বছরের শেষের দিকে একটি বাণিজ্য চুক্তি প্রণয়নের জন্য চীনা রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন।
আরও পড়ুন- নয়া বোমা ট্রাম্পের, ভারতের সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট
