আজকাল ওয়েবডেস্ক: দোকানের ভিতরে গ্রাহককে আটকে রেখে মারধর। নৃশংস এই ঘটনা উত্তরপ্রদেশের মোহদ্দীপুর এলাকায় ঘটেছে। জানা গিয়েছে, অভিযোগ ১৪ জন কর্মীর বিরুদ্ধে৷ এক গ্রাহককে ঘরের মধ্যে বন্দি করে মারধর করার অভিযোগে ১৪ জন কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে মোহদ্দীপুরের একটি দোকানে কেনাকাটা করতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা করণ সিংহ। অভিযোগ, বিলিং কাউন্টারে লাইন নিয়ে বচসার জেরে পরিস্থিতি চরমে পৌঁছয়। করণের দাবি, তিনি কেনা জিনিসপত্র কাউন্টারে রেখে আরও কিছু সামগ্রী আনতে গেলে ক্যাশিয়ার অন্য এক গ্রাহকের বিল করতে শুরু করেন। এই নিয়েই শুরু হয় কথা কাটাকাটি।
এদিকে ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ( এর সত্যতা যাচাই করেনি আজকাল.ইন)। সেখানে দেখা গিয়েছে, বচসার এক পর্যায়ে করণই প্রথমে এক কর্মীকে চড় মারেন। এর পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। অভিযোগ, দোকানের প্রায় ১০-১২ জন কর্মী মিলে করণকে টেনে-হিঁচড়ে একটি ঘরে নিয়ে যান। পরিবারের লোকজন বাইরে চিৎকার করলেও লাভ হয়নি। বন্ধ ঘরের ভিতরে তাঁকে এলোপাথাড়ি লাথি-ঘুষি মারা হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, মারধরের জেরে গুরুতর আহত হয়েছেন করণ। তাঁর অভিযোগের ভিত্তিতে শ্যাম চৌবে ও রণবীর নামে দুই কর্মীসহ মোট ১৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। পাল্টা মারধরের অভিযোগ তুলেছে দোকান কর্তৃপক্ষও। পুলিশের দাবি, দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার এসএইচও সঞ্জয় সিংহ জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এমনকী দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে প্রকৃত সত্য জানার চেষ্টা করছে পুলিশ। তদন্তের পরেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।
