আজকাল ওয়েবডেস্ক: গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে সংযুক্ত আরব আমিরশাহীরএকটি খসড়া প্রস্তাব নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচন। জানা গিয়েছে, রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের যুদ্ধবিরতির আহ্বানের পর নিরাপত্তা পরিষদের বৈঠকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ভোটাভুটি হবে। ইজরায়েলের হামলায় মৃত্যু সংখ্যা বেড়ে চলেছে গাজায়। নিহতের সংখ্যা ইতিমধ্যে ১৭ হাজার ছাড়িয়ে গেছে। রাষ্ট্রসংঘের সনদের ৯৯ অনুচ্ছেদ অনুসারে বুধবার গুতেরেস নিরাপত্তা পরিষদকে যুদ্ধবিরতির জন্য বৈঠকের আহ্বান জানান।

যুদ্ধ শুরুর পর থেকেই গাজায় মানবিক বিপর্যয় রোধে সব পক্ষকে আহ্বান জানিয়ে আসছিলেন গুতেরেস। রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক আশা প্রকাশ করে বলেছেন, নিরাপত্তা পরিষদ গুতেরেসের আহ্বানকে গুরুত্ব সহকারে আলোচনা করবে এবং ভোটের মাধ্যমে যুদ্ধবিরতিতে একমত হবে। ডুজারিক আরও জানান, মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন, ব্রিটিশ বিদেশ সচিব ডেভিড ক্যামেরন এবং অন্যান্য বেশ কয়েকটি দেশ নিজেদের মধ্যেও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে।