আজকাল ওয়েবডেস্ক: পিকনিকে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ুয়াবোঝাই বাস। বাস দুর্ঘটনায় মৃত্যু হল দুই পড়ুয়ার। গুরুতর আহত হয়েছেন আরও ২১ জন। সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলায়। পুলিশ জানিয়েছে, গভর্মেন্ট ডিগ্রি কলেজের ২৭ জন ছাত্র-ছাত্রী এদিন পিকনিকে গিয়েছিলেন। হান্দওয়াড়া শহরের কাছে কলেজের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই উল্টে যায় বাসটি। 

 

স্থানীয়দের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আহত পড়ুয়াদের উদ্ধার করে তড়িঘড়ি হান্দওয়াড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরও দু'জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসা চলাকালীন আরও একজনের মৃত্যু হয়েছে। 

 

বর্তমানে আহত ২১ জন পড়ুয়াই হান্দওয়াড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।