নিতাই দে, আগরতলা: ২০১৮ সালের আগে ত্রিপুরায় রাজনৈতিক  প্রতিহিংসায় নিহতদের পরিবারগুলির পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই প্রেক্ষিতে মোট ৩৯টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে ১৮জনকে ইতিমধ্যেই সরকারি চাকরি দেওয়া হয়েছে।


 শনিবার এমনই তথ্য জানালেন ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, ১৯৮৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বহু মানুষ রাজনৈতিক হিংসায় প্রাণ হারিয়েছেন। ওইসব পরিবারগুলিকে সাহায্য করার জন্য সুষ্ঠু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

 এই উদ্যোগ বাস্তবায়নের জন্য রাজ্য সরকার গঠন করেছে একটি বিশেষ স্ক্রুটিনি কমিটি—"Scrutiny Committee for Scrutiny of Applications Received for Providing Employment to Members of Family of Persons Killed in Political Violence"। মন্ত্রী রতনলাল নাথ নিজে এই কমিটির চেয়ারম্যান। 


তিনি জানান, সম্প্রতি ১৯ জুন এই কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার পর আরও ৮টি আবেদনপত্র জমা পড়েছে। আগামী দিনে এই কমিটি তাদের পর্যালোচনার রিপোর্ট রাজ্য সরকারের কাছে পেশ করবে।