আজকাল ওয়েবডেস্ক: চলন্ত ট্রেনে ৭০ বছর বয়সি এক বৃদ্ধকে সিপিআর দিয়ে বাঁচালেন এক টিটিই। সম্প্রতি রেল মন্ত্রকের তরফে সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যা ভাইরাল হতেই সাধারণ মানুষ যেমন টিটিই'র প্রশংসায় পঞ্চমুখ, তেমনই তীব্র সমালোচনায় মুখর চিকিৎসক মহল। কারণ কী?
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, চলন্ত ট্রেনে ওই বৃদ্ধ আচমকা অসুস্থ হয়ে পড়েন। বুকে হাত দিয়ে শুয়ে পড়েন সিটে। সেই সময় দরদর করে ঘাম বের হচ্ছিল তাঁর। অসুস্থ বৃদ্ধকে দেখেই ছুটে আসেন টিটিই। তৎক্ষণাৎ তাঁকে সিপিআর দেন। মুখ দিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করেন। সেই সময় জ্ঞান ছিল বৃদ্ধের। খানিকটা সুস্থ বোধ করতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃদ্ধকে। জ্ঞান থাকা অবস্থায় বৃদ্ধকে কেন সিপিআর দেওয়া হল, তা নিয়ে টিটিই'র ব্যাপক সমালোচনা করেছেন চিকিৎসকরা।
ঘটনাটি ঘটেছে আম্রপলি এক্সপ্রেসের জেনারেল কামরায়। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চলন্ত ট্রেনে বৃদ্ধের হার্ট অ্যাটাক হয়। টিটিই ছুটে এসে বৃদ্ধকে সিপিআর দিয়ে প্রাণে বাঁচান। টিটিই'র তৎপরতায় বিহারের ছাপড়ায় বৃদ্ধকে নামিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ভাইরাল ভিডিওটি দেখেই একজন লিখেছেন, জ্ঞান থাকলে কখনও সিপিআর দেওয়া যায় না। এতে আরও গুরুতর সমস্যা হতে পারে। সিপিআর শুধু জ্ঞান হারালেন দেওয়া উচিত। একজন লিখেছেন, রেল মন্ত্রকের তরফে এমন ভিডিও শেয়ার করা উচিত নয়। এর ফলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছয়। কেউ কেউ লিখেছেন, না জেনে সিপিআর দিয়ে কারও জীবন নিয়ে ছিনিমিনি খেলা উচিত নয়।
