আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে আবার চাঞ্চল্যকর ঘটনা। চড় মারার ‘প্রতিশোধ’ নিতে এক কিশোরকে ছুরি মেরে খুনের অভিযোগ। ঘটনায় তিন নাবালককে আটক করেছে পুলিশ। বুধবার পুলিশ সূত্রে এই খবর জানা গিয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম দিল্লির কাঞ্ঝাওয়ালা এলাকায় এই হামলার ঘটনাটি ঘটে। জানা গিয়েছে কিশোরকে ছুরি দিয়ে আঘাত করা হয়৷ দুপুর পৌনে দুটো নাগাদ পুলিশের কাছে ফোন আসে। খবর পেয়ে পুলিশ দ্রুত সাবিত্রী হাসপাতালে পৌঁছয়। সেখানে গিয়ে দেখে, এক কিশোরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেছেন।
ঘটনার জেরে ভারতীয় ন্যায় সংবিধানের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরীক্ষা করে নমুনা সংগ্রহ করেছে। পুলিশ জানিয়েছে, প্রযুক্তি এবং লোক মারফত খোঁজ নিয়ে সন্দেহভাজন তিনজনকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে।
পুলিশের জেরার মুখে তারা খুনের কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে। পরে অভিযুক্তদের দেখানো জায়গা থেকেই ছুরিটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিহত কিশোর আগে এই অভিযুক্তদের মধ্যে কাউকে চড় মেরেছিল। পুরনো সেই শত্রুতার জেরেই এই খুনের ঘটনা।
পুলিশের আধিকারিকেরা জানিয়েছেন, ধৃত তিনজনই স্কুলছুট। খবর অনুযায়ী, তারা কেউই অষ্টম শ্রেণির বেশি পড়াশোনা করেনি। ঘটনার তদন্ত জারি রয়েছে।
