নিতাই দে, আগরতলা: রাজ্যের ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আরও তিনটি নতুন ডিগ্রি কলেজ চালু হতে চলেছে। ত্রিপুরায় উচ্চশিক্ষার সম্প্রসারণে এই উল্লেখযোগ্য পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার রাজ্যের পৃথক তিনটি জায়গায় আরও নতুন তিনটি সরকারি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শিক্ষা মন্ত্রী মানিক সাহা।

মুখ্যমন্ত্রীর জানিয়েছেন, রাজ্যের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ধলাই জেলার আমবাসা, গোমতী জেলার কাকড়াবন ও করবুকে তিনটি নতুন সরকারি সাধারণ ডিগ্রি কলেজ স্থাপন করা হবে। এতে করে তিনটি জেলার ছাত্রছাত্রীদের একদিকে যেমন উচ্চশিক্ষার সুযোগ পাবেন তেমনি রাজ্যে গুনগত  শিক্ষার প্রসারের কাজকে আর‌ও ত্বরান্বিত করবে।

 মুখ্যমন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত উচ্চশিক্ষা ক্ষেত্রে রাজ্য সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এতে গ্রামীণ এলাকার ছেলেমেয়েরা উচ্চশিক্ষা গ্রহণে বিশেষভাবে উপকৃত হবে।