আজকাল ওয়েবডেস্ক: মাঝরাতে নৃশংস হত্যাকাণ্ড মহারাষ্ট্রে। মদের দাম না দেওয়ায় ২৯ বছরের এক যুবককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁর প্রতিবেশীর বিরুদ্ধে। ইতিমধ্যেই ৩২ বছরের ঘাতক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে থানের রাম নগর এলাকা। মৃত ও ঘাতক যুবক দুইজনেই এক এলাকার বাসিন্দা। মধ্যরাতে প্রস্রাব করতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন ওই যুবক। তখনই অভিযুক্ত মদ কেনার জন্য তাঁর কাছে এসে টাকা চায়। জানা গিয়েছে, অভিযুক্ত সেই সময় মত্ত অবস্থায় ছিল।টাকা না পাওয়ায় বচসা শুরু করে সে। তারপরেই ধারাল অস্ত্র দিয়ে ওই যুবককে কুপিয়ে খুন করে। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা ধারাল ছুরিও উদ্ধার করেছে। এর কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।