আজকাল অয়েবডেস্কঃ ওড়িশায় ফের এক ভয়াবহ ঘটনা। এক যুবতীকে চারজন পুরুষ ধর্ষণ করেছে বলে অভিযোগ। ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় ঘটনাটি ঘটে বলে পুলিশ জানায়৷ খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তিন দিনের মধ্যে রাজ্যে এটি তৃতীয় এ ধরণের ঘটনা। ঘটনার পর যথারীতি ভীত সন্ত্রস্ত সবাই। 

 যুবতীর বয়স ৩১। বাড়ি বারিপদা সদর থানা এলাকায়। তাঁর স্বামী অভিযোগ দায়ের করেন বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। নির্যাতিতার স্বামী ও পরিবারের সদস্যের অবর্তমানে চার ব্যক্তি তাঁদের বাড়িতে প্রবেশ করে৷ ওই চার ব্যক্তি প্রথমে জোর করে  যুবতীকে অন্য থানার আওতাধীন একটি স্থানে নিয়ে যায়। এরপর চলে পালাক্রমে ধর্ষণ। ওই চার ব্যক্তি পলাতক বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনা পাঁচকান হলে নির্যাতিতাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছিল অভিযুক্তরা। 

অভিযুক্তদের খোঁজে একটি দল গঠন করা হয়েছে।  যুবতীকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। সোমবার রাতের এই ভয়ানক ঘটনা রাজ্যের আরও দুটি জেলায় গণধর্ষণের ঘটনার ঠিক পরই ঘটে। ঘটনার কারণ এখনও জানা যায়নি। স্থানীয়দের কাছে জিজ্ঞাসাবাদ চলছে৷ পুরো ঘটনার তদন্ত বর্তমানে জারি রয়েছে৷