আজকাল ওয়েবডেস্ক: তেলেঙ্গানার সাংগারেড্ডি জেলার ওষুধ প্রস্তুতকারক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫। সোমবার সকালে সিগাচি ইন্ডাস্ট্রিজের একটি ফার্মা প্ল্যান্টে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপার পারিতোষ পঙ্কজ মঙ্গলবার জানান, ‘এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের ভিতর থেকে ৩১ জনের দেহ উদ্ধার হয়েছে। আরও ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন। তবে উদ্ধারকাজ এখনও চলছে, তা প্রায় শেষের পথে’। পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল ৮টা ১৫ থেকে ৯টা ৩৫-র মধ্যে ঘটনাটি ঘটে।
প্রাথমিক তদন্তে অনুমান, রাসায়নিক বিক্রিয়ার জেরেই প্ল্যান্টের একটি রিঅ্যাক্টরে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার গোটা ছাদ ভেঙে পড়ে এবং আশেপাশে থাকা শ্রমিকদের ছিটকে ফেলে দেয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে, পরিস্থিতি সামাল দিতে বিশাল বাহিনী নামানো হয়। উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDF), দমকল এবং স্থানীয় পুলিশ যৌথভাবে কাজ করছে। দুটি অত্যাধুনিক ফায়ারফাইটিং রোবটও মোতায়েন করা হয়েছে।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে আসার কথা। এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সি. দামোদর রাজনারসিমা। তিনি জানান, রাজ্য সরকার সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রস্তুত রেখেছে। সিগাচি ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের সাংগারেড্ডি প্ল্যান্টের সমস্ত কাজ আপাতত ৯০ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মর্মান্তিক ঘটনার জন্য শোকপ্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেছেন।
