২০ ডিসেম্বর তৈরি হচ্ছে জ্বালামুখী যোগ। জ্যোতিষশাস্ত্রে এটিকে অত্যন্ত ভয়ঙ্কর বলে মনে করা হয়। একের পর এক বিপদ, দুর্ঘটনা বয়ে আনে। বছর শেষে এসে প্রতিপদে বাধার মুখে পড়তে হবে একাধিক রাশিকে। সঙ্গে রয়েছে আর্থিক ক্ষতির সম্ভাবনা। ছবি- সংগৃহীত
2
6
কখন তৈরি হয় এই জ্বালামুখী যোগ? যখন সূর্য, মঙ্গল, রাহু বা কেতু চন্দ্রের দ্বিতীয় বা বারো নম্বরে ঘরে অবস্থান করে সেই সময় তৈরি হয় জ্বালামুখী যোগ। ২০২৫ সালের প্রায় শেষে তৈরি হওয়া এই যোগের কারণে ঝড় উঠবে ৪ রাশির জীবনে। তালিকায় আছে কারা? ছবি- সংগৃহীত
3
6
মেষ: অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পাবে। জলের মতো টাকা বেরোবে। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত ভোগাবে আপনাকে। তাড়াহুড়ো করে কিছুতে বিনিয়োগ করবেন না, করলেই হবে লোকসান। কেউ টাকা চাইলে ভেবেচিন্তে দেবেন। তা না পাওয়ার সম্ভাবনা বেশি। ছবি- সংগৃহীত
4
6
মিথুন: বাড়ি, গাড়ির পিছনে হঠাৎই খরচ বাড়বে। অকারণ খরচ করার নেশায় বিপদে পড়বেন। সেভিংস হবে না বিন্দুমাত্র। কাজের ক্ষেত্রে প্রতিপদে বাধার সম্মুখীন হতে হবে। ছবি- সংগৃহীত
5
6
তুলা: আবেগের বশে বা তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তের কারণে খরচ বৃদ্ধি পাবে। পরিবারের কারও সঙ্গে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকী নিকট কোনও আত্মীয়কে আর্থিক সাহায্য করতে গিয়ে, নিজে বিপদে পড়তে পারেন। পুরনো কোনও কাজের কারণে সমস্যা তৈরি হবে। পার্টনারশিপে যাঁরা ব্যবসা করেন, তাঁরা পার্টনারের থেকে ঠকতে পারেন। বা বিবাদ হতে পারে। ছবি- সংগৃহীত
6
6
কুম্ভ: আয়ের নতুন উৎস তৈরি হলেও, হুহু করে খরচ বাড়বে। চাকরি বদলের আগে পুনর্বিবেচনা করুন। বিনিয়োগ করার আগেও। আগে নেওয়া কোনও ধারের কারণে সমস্যা তৈরি হবে। আর্থিক অবস্থা টালমাটাল হবে। ছবি- সংগৃহীত