ছাত্র রাজনীতি, আন্দোলনকে এবার বড়পর্দায় নিয়ে আসতে চলেছেন রাজ চক্রবর্তী। চলতি বছরের আগস্ট মাসেই পরিচালক তাঁর আগামী ছবির কথা ঘোষণা করেন। প্রকাশ্যে আনেন পোস্টার। তখনই জানা গিয়েছিল এই ছবির নাম 'হোক কলরব'। এবার প্রকাশ্যে এল ছবির মুক্তির দিন সহ মোশন পোস্টার। কবে মুক্তি পাচ্ছে? 

'হোক কলরব', এই শব্দ দুটো ভীষণ চেনা তাই না? হ্যাঁ, ২০১৪ সালের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন গোটা শহরকে কাঁপিয়ে দিয়েছিল। রাজ চক্রবর্তীর আগামীতে ছবিতেও উঠে আসবে এই শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলন, ছাত্র রাজনীতির কথাই। তবে ২০১৪ এর নয়। বরং ২০২৩ সালের। সূত্রের খবর অনুযায়ী, ২০২৩ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মর্মান্তিক মৃত্যু, ছাত্র র‍্যাগিং, আন্দোলন ফুটে উঠবে হোক কলরব ছবিতে। 

এদিন 'হোক কলরব' ছবির যে মোশন পোস্টার প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে কেউ মুখে কাপড় বেঁধে, কেউ পোস্টার হাতে, তো কেউ মুষ্টিবদ্ধ হাত শূন্যে ছুঁড়ে স্লোগান দিচ্ছে। সমস্ত ছাত্রদের চোখে মুখে রাগ, ক্ষোভ  স্পষ্ট। আর তখনই সামনে ফুটে উঠে পুলিশের পোশাকে শাশ্বত চট্টোপাধ্যায়ের মুখ। চোখে রোদচশমা। হাতে ধরে আগুন লাগা বোতল। এই মোশন পোস্টার পোস্ট করে রাজ চক্রবর্তী লেখেন, 'ছাত্র সমাজ না পুলিশ? নায়ক না খলনায়ক? আন্দোলন না আপোষ? বলি হোক কলরব?' 

'হোক কলরব' মুক্তি পাচ্ছে আগামী বছরেই। ২০২৬ সালের ২৩ জানুয়ারি আসছে হোক কলরব। অর্থাৎ বড় পর্দায় উইন্ডোজ প্রোডাকশন হাউজের 'ভানুপ্রিয়া ভাতের হোটেল' ছবিটির সঙ্গে মুখোমুখি হবে এই ছবিটি। 

রাজ চক্রবর্তী পরিচালিত 'প্রলয়', 'আবার প্রলয়' সিরিজে পুলিশের ভূমিকায় দেখা গিয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়কে। আবারও তিনি পরিচালকের পরিচালনায় খাকি উর্দিতে ধরা দেবেন। তাঁর সঙ্গে এই ছবিতে থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জন ভট্টাচার্য, রোহন ভট্টাচার্য, ওম সাহানি, অভিকা মালাকার। এই ছবির স্টারকাস্ট ছবির শুভ মহরতের দিনই প্রকাশ্যে এসেছিল। পরিচালক নিজে যেমন সেই অনুষ্ঠানের একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন, তেমন রোহন-ওমরাও বেশ কিছু ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখবেন অভিকা। অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় বর্তমানে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির প্রচারে ব্যস্ত। সেই ছবির পর তাঁকে নতুন বছরের গোড়াতে একদম অন্য রূপে দেখা যাবে। তবে রাজের এই ছবিতে তিনি কোন ভূমিকায় অভিনয় করেছেন সেটা এখনও প্রকাশ্যে আসেনি।